তিনি আমাদের জীবনে ছাদের মতো

আজ বাবা দিবস। এ উপলক্ষে বাবাকে নিয়ে লিখেছেন প্রথম আলোর পাঠকেরা। পড়ুন সপ্তম শ্রেণির ছাত্রী মেহনুর বিনতে মাহবুব–এর লেখা।

বাবা ও মেয়ে
ছবি: লেখকের সৌজন্যে

‘বাবা’ শব্দটার মধ্যেই লুকিয়ে আছে নিরাপত্তা, ভালোবাসা ও আশ্রয়ের এক মিশ্র অনুভূতি। আমার জীবনের প্রতিটি পদক্ষেপেই বাবার অবদান অসীম। তিনি আমাদের পরিবারের স্থিরতম ব্যক্তি, সবার নির্ভরতার জায়গা।
প্রতিদিন অফিসে যাওয়ার আগে থেকে শুরু করে ফিরে আসা পর্যন্ত—তাঁর প্রতিটি মুহূর্তে থাকে আমাদের জন্য নীরব, অথচ গভীর চিন্তা ও চেষ্টা। তিনি আমাদের জীবনে ছাদের মতো। রোদ, ঝড়, বৃষ্টি—সবকিছু থেকে আগলে রাখেন। নিজের কষ্ট কখনোই আমাদের বুঝতে দেন না। সন্তানদের সুন্দর ভবিষ্যতের জন্য প্রতিনিয়ত নিঃস্বার্থভাবে কাজ করে যান। বিনিময়ে কিছু চান না। শুধু চান, আমরা যেন কষ্টহীন একটি জীবন পাই।

আরও পড়ুন

খুব সাধারণ একটা জীবন যাপন করেন, কিন্তু আমাদের জন্য সব সময় তাঁর সামর্থ্যের সবটুকু দিয়ে চেষ্টা করেন। বাবার মধ্যে কখনো অহংকার দেখিনি। একটি বড় পদে কর্মরত হলেও নিজেকে একজন সাধারণ বাবা হিসেবেই দেখেন—যাঁর প্রতিটি দিন কাটে পরিবারের জন্য।
বাবার কাছ থেকেই আমি শিখেছি মানবতা, সরলতা ও কঠোর পরিশ্রমের মহিমা। জীবনে যতবার ভুল করেছি, ততবারই বাবা পথ দেখিয়েছেন। আজ যদি কোনো ভালো কিছু করে থাকি, সেটা তাঁর অক্লান্ত পরিশ্রম ও নিঃস্বার্থ ভালোবাসারই ফল।
জীবনের প্রতিটি অগ্রগতির পেছনে যদি ফিরে তাকাই, দেখতে পাই একজন মানুষ ছায়ার মতো দাঁড়িয়ে আছেন ভালোবাসা ও মমতার অবয়বে। তিনি আমার বাবা।