পায়ের তলার চামড়ায় গুটি ওঠে প্রচুর চুলকায়, পরামর্শ চাই

রোগবালাই যেমন আছে, তেমনি আছে উপশমের উপায়। স্বাস্থ্য ও বিভিন্ন রোগ নিয়ে পাঠকদের পাঠানো প্রশ্নের উত্তর দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা।

প্রশ্ন

আমার বয়স ২৪। কিছুদিন ধরে আমার পায়ের তলার চামড়ায় গুটি ওঠে। গুটিগুলো বারবার একই জায়গায় হয়। এগুলোর মধ্যে পানি থাকে, প্রচুর চুলকায়। এখন কী ওষুধ নিতে পারি।—আলামিন মাদবর

পরামর্শ

এটি একধরনের অ্যালার্জিজনিত সমস্যা। শুধু পায়ের তলায় হওয়ার অর্থ জুতা বা স্যান্ডেলের কোনো উপাদান থেকে এমন হচ্ছে। যে কারণে হচ্ছে, তা এড়িয়ে চলতে হবে। চুলকানি কমানোর জন্য অ্যান্টিহিস্টামিন ওষুধ আর গোটা কমাতে মৃদু স্টেরয়েড–জাতীয় মলম কিছুদিন ব্যবহার করতে পারেন।

পরামর্শ দিয়েছেন—অধ্যাপক ডা. মো. আসিফুজ্জামান, চর্মরোগ বিশেষজ্ঞ

প্রশ্ন পাঠানোর ঠিকানা

স্বাস্থ্য জিজ্ঞাসা

ই–মেইল: proshastho@prothomalo.com

ফেসবুক: www.facebook.com/ProShastho

ডাকযোগে: প্র স্বাস্থ্য, প্রথম আলো, ১৯ কারওয়ার বাজার, ঢাকা ১২১৫