মাস্ক পরা: যা করবেন, যা করবেন না

দেশে করোনা সংক্রমণ বাড়ছে, বাড়ছে মৃত্যুর সংখ্যাও। এ সময় নিয়ম করে হাত ধোয়া ও মাস্ক পরার মতো স্বাস্থ্যবিধি মেনে চলার বিকল্প নেই। আর শুধু মাস্ক পরলেই হবে না, তা পরতে হবে সঠিকভাবে।

নির্দেশিকাগুলো মেনে চলুন

১ / ১১

মাস্ক পরার আগে ও খোলার পর সাবান দিয়ে হাত ধুয়ে নিন।

২ / ১১

মাস্ক পরতে ও খুলতে মাঝের অংশ স্পর্শ না করে কেবল ফিতা স্পর্শ করুন।

৩ / ১১

মাস্ক পরার পর নাক, মুখ ও চিবুক ভালোভাবে ঢেকেছে কি না, নিশ্চিত হয়ে নিন।

৪ / ১১

মাস্ক পরার পর শ্বাসপ্রশ্বাস ও কথা বলায় কোনো অসুবিধা হচ্ছে কি না, নিশ্চিত হোন।

৫ / ১১

পুনর্ব্যবহারযোগ্য মাস্ক হলে প্রতিবার ব্যবহারের পর ভালোভাবে ধুয়ে নিন।

যা করবেন না

৬ / ১১

ব্যান্ডানা, নেক গেইটার, ভাল্‌ভযুক্ত মাস্ক বা ফেস শিল্ডের মতো স্বচ্ছ মাস্ক না পরা।

৭ / ১১

নিজের বা অন্য কারও মাস্ক স্পর্শ করবেন না।

৮ / ১১

নাক ও মুখ খোলা রেখে চিবুকের নিচে মাস্ক পরবেন না।

৯ / ১১

নাক ও মুখ খোলা রেখে মাস্ক পরলে সংক্রমণের ঝুঁকি থেকে যায়।

১০ / ১১

অন্যদের সামনে থাকার সময় বা কথা বলার সময় মাস্ক খুলবেন না।

১১ / ১১

নিজের ব্যবহৃত মাস্কটি অন্য কাউকে পরতে দেবেন না।