আন্তর্জাতিক যোগ দিবসে প্রাচীনা ইয়োগার আয়োজন

আন্তর্জাতিকভাবে নবমবারের মতো দিবসটি পালন করা হয়েছে
ছবি : সংগৃহীত

২১ জুন ছিল আন্তর্জাতিক যোগ দিবস বা ইন্টারন্যাশনাল ইয়োগা ডে। আন্তর্জাতিকভাবে নবমবারের মতো দিবসটি পালন করা হয়েছে। বাংলাদেশে দিনটি যথাযথভাবে পালন করবার জন্য এবারও নানা কার্যক্রম হাতে নেয় ভারতীয় হাইকমিশন। এই কার্যক্রমে আনুষ্ঠানিকভাবে যুক্ত ছিল ‘প্রাচীনা ইয়োগা’। যোগ প্রতিষ্ঠানটি প্রাক–প্রস্তুতিসহ মূল অনুষ্ঠানে অংশগ্রহণ করে। তারই অংশ হিসেবে ১৯ জুন সকাল ৮টায় ঢাকার বসুন্ধরায় একটি প্রস্তুতি কর্মশালা করে প্রাচীনা। এতে ভারতীয় দূতাবাসের পক্ষে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারের পরিচালক মৃণ্ময় চক্রবর্তী। কর্মশালায় পূর্বনিবন্ধিত ৫০ জনের বেশি অংশগ্রহণ করেন।

গতকালকের মূল অনুষ্ঠানেও তাঁরা অংশ নিয়েছেন। অনুষ্ঠানে দেশের বিভিন্ন স্থান থেকে যোগে আগ্রহী ব্যক্তিরা যোগ দেন। এর মধ্য দিয়ে বাংলাদেশেও আন্তর্জাতিক ইয়োগা দিবস যথাযথভাবে পালিত হলো। আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে প্রেরিত এক বার্তায় প্রাচীনা ইয়োগার প্রধান নির্বাহী যোগশিক্ষক রুমা চৌধুরী বলেন, ‘এবারের জাতীয় পর্যায়ের আয়োজনে আনুষ্ঠানিকভাবে যুক্ত থাকতে পেরে একই সঙ্গে আমরা গর্বিত ও আনন্দিত। এই যুক্ততা দেশব্যাপী শুদ্ধ যোগচর্চার প্রসারে প্রাচীনা ইয়োগা যে ধারাবাহিক কাজ করে যাচ্ছে, তারই স্বীকৃতি।’ তিনি আরও বলেন, ‘আশা করছি, এবারের আন্তর্জাতিক যোগ দিবস ব্যাপক মানুষকে আন্দোলিত করবে, যোগ সম্পর্কে আগ্রহী করে তুলবে, যা দেশে শুদ্ধ যোগ চর্চাকে আরও প্রসারিত রাখবে।’

প্রাচীনা ইয়োগার ওয়েব সাইট-www.prachinayoga.com