আবেগের সিনেমা দেখলেই হাউমাউ করে কেঁদে ফেলি, এটা কি সমস্যা?

পাঠকের এই প্রশ্নটি পড়ে পরামর্শ দিয়েছেন ল্যাবএইড আইকনিকের (কলাবাগান) মনোরোগ বিশেষজ্ঞ ডা. মো. ফাহাদ বিন আলাউদ্দিন

অনেকেই আবেগ নিয়ন্ত্রণ করতে পারেন নাছবি: সংগৃহীত

প্রশ্ন: আমি একজন পুরুষ, বয়স ২৮ বছর। আমার সমস্যাটি মানসিক। যেকোনো সিনেমা, নাটক বা গল্পের বই পড়লে আবেগের জায়গাগুলোয় হাউমাউ করে কেঁদে ফেলি। কোনোভাবেই কান্না আটকাতে পারি না। অনেক সময়ই এটা নিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়ি। মানুষ হাসাহাসি করে। শুধু তা–ই নয়, কারও ভালো রেজাল্ট ও বৃত্তির কথা শুনলেও আনন্দে কেঁদে ফেলি। এটা থামাতে কী করব? এই সময়ে আমার বুকটা দ্রুত ওঠানামা করে।

নাম প্রকাশে অনিচ্ছুক।

আরও পড়ুন

পরামর্শ: বর্ণনা শুনে মনে হচ্ছে আপনার সমস্যাটির নাম ইমোশনাল ডিসরেগুলেশন। এ ধরনের মানসিক জটিলতায় আপনার উল্লিখিত লক্ষণগুলো দেখা যায়। ইমোশনাল ডিসরেগুলেশনে ভুগলে আবেগের খুব দ্রুত পরিবর্তন হতে দেখা যায়, সামান্য কারণে অতিরিক্ত রেগে যায় কিংবা কান্নায় ভেঙে পড়ে। আবেগ নিয়ন্ত্রণ করতে না পারায় অস্বাভাবিক আচরণ, যেমন চিৎকার–চেঁচামেচি ও জিনিসপত্র ভেঙে ফেলার মতো লক্ষণও প্রকাশ পায়।

মানসিক সমস্যার বিভিন্ন ধরন রয়েছে। আপনার ক্ষেত্রে নির্দিষ্ট কোন ধরনের মানসিক সমস্যার কারণে উল্লিখিত লক্ষণগুলো দেখা দিয়েছে, তা কিছু পরীক্ষা–নিরীক্ষা ও রিপোর্ট পর্যালোচনার মাধ্যমে জানা যাবে। যেহেতু আপনি পারিবারিক ও সামাজিকভাবে বিব্রতকর পরিস্থিতির শিকার হচ্ছেন, তাই সমস্যাটিকে আর অবহেলা করবেন না। দ্রুত একজন মনোরোগ বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হোন।

আরও পড়ুন