গরমেও কেন নাক বন্ধ থাকে

এ বিভাগে পাঠক তার যেকোনো স্বাস্থগত সমস্যার কথা লিখে পাঠাতে পারেন। প্রতিটি সমস্যা পড়ে পরামর্শ দেবেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা। আজকের সমস্যাটির বিষয়ে পরামর্শ দিয়েছেন ল্যাবএইড আইকনিকের (কলাবাগান) নাক কান গলা বিশেষজ্ঞ এবং হেড-নেক সার্জন ডা. তানভীর আহমেদ

শীতকাল ছাড়াও অনেকের নাক বন্ধের সমস্যা দেখা যায়ছবি: প্রথম আলো

প্রশ্ন: আমি একজন নারী, বয়স ৩০ বছর। আমার ওজন ৭০ কেজি, উচ্চতা ৫ ফুট ৩ ইঞ্চি। আমার নাক প্রায় সব সময় বন্ধ থাকে। শীতে তো বটেই, গরমের দিনেও নাক ব্লক হয়। ড্রপ দিলে খোলে, তবে এই সমস্যা স্থায়ীভাবে এড়াতে পারছি না। আমি কী করব, পরামর্শ চাই।

বিথীকা, যশোর।

পরামর্শ: নাক বন্ধ থাকার অনেক কারণ রয়েছে। সাধারণত নাকের হাড় বাঁকা, নাকে মাংস বৃদ্ধি, নাকের পলিপ, অ্যালার্জিগত কিছু কারণ কিংবা দীর্ঘদিন ধরে নাকে কোনো ড্রপ ব্যবহারের পার্শ্বপ্রতিক্রিয়া থেকে এমন সমস্যা দেখা দিতে পারে। এ ছাড়া নাকের পেছনের অংশে মিউকাস মেমব্রেনের প্রদাহের কারণেও নাক বন্ধের সমস্যা দেখা দেয়। এ ক্ষেত্রে প্রথমত চিকিৎসকের পরামর্শে এক্স–রে করে নাকের পরিস্থিতি জেনে নিতে হবে। যদি ফাংশনাল কোনো সমস্যা থাকে, যেমন নাকের হাড় বাঁকা কিংবা নাকে মাংসের বৃদ্ধি ঘটে থাকে, তাহলে দ্রুত একজন নাক কান গলা বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হোন। চিকিৎসকের পরামর্শ ব্যতীত নাকে কোনো ড্রপ ব্যবহার করবেন না। অ্যালার্জিগত কোনো কারণে এমনটি হলে অ্যালার্জি প্যানেল টেস্টের মাধ্যমে জেনে নিতে পারেন। পরীক্ষা-নিরীক্ষায় প্রাপ্ত অ্যালার্জি সৃষ্টিকারী উপাদানগুলো দৈনন্দিন জীবনে এড়িয়ে চলুন। নিজের সিদ্ধান্তে কোনো ধরনের ওষুধ খাবেন না।

আরও পড়ুন