ইনহেলার সঠিকভাবে ব্যবহারের ধাপগুলো দেখে নিন

অ্যাজমা বা হাঁপানির প্রধান চিকিৎসা হলো ইনহেলার। এটির কার্যকারিতা অন্যান্য ওষুধের চেয়ে অনেক বেশি। তবে সঠিকভাবে ওষুধ শ্বাসনালিতে পৌঁছানোর জন্য ইনহেলারের সঠিক ব্যবহারবিধি জানতে হবে।

১ / ৮
ইনহেলারের নিচের অংশ, অর্থাৎ মাউথপিসের কভারটি সরাতে হবে। মাউথপিসে মুখ রাখার জায়গাটা পরিষ্কার আছে কি না, দেখতে হবে। প্রয়োজনে নির্দেশনামাফিক পরিষ্কার করে নিন
ছবি: পেক্সেলস
২ / ৮
তর্জনী ও বৃদ্ধাঙ্গুলের মধ্যে ইনহেলারটিকে ধরে ঝাঁকাতে হবে
ছবি: পেক্সেলস
৩ / ৮
বুকের ভেতরের সব বাতাস বের করে ইনহেলারটি দুই ঠোঁটের মাঝখানে চেপে ধরতে হবে
ছবি: পেক্সেলস
৪ / ৮
মাথা পেছন দিকে সামান্য হেলাতে হবে
ছবি: প্রথম আলো
৫ / ৮
ইনহেলারের ওপরের অংশ, অর্থাৎ ক্যানিস্টারে চাপ দিতে হবে এবং একই সঙ্গে ধীরে ধীরে গভীরভাবে শ্বাস নিতে হবে
ছবি: প্রথম আলো
৬ / ৮
ইনহেলারটি মুখ থেকে সরিয়ে অন্তত ১০ সেকেন্ড অথবা যতক্ষণ সম্ভব শ্বাস ধরে রাখতে হবে
ছবি: পেক্সেলস
৭ / ৮
এবার ধীরে ধীরে শ্বাস ছাড়তে হবে
ছবি: পেক্সেলস
৮ / ৮
খেয়াল রাখবেন, যদি একাধিক মাত্রা নিতে হয়, তাহলে কমপক্ষে এক মিনিট অপেক্ষা করে পদ্ধতিটির পুনরাবৃত্তি করতে হবে। ব্যবহারের পর মাউথপিসটি নির্দেশনামাফিক পরিষ্কার করে রাখুন
ছবি: পেক্সেলস
আরও পড়ুন