বেকিং সোডা দিয়ে সহজে ফল থেকে বিষ ও কীটনাশক দূর করার উপায়
সারা বছর খাওয়া তো হয়ই, ইফতারেও আমাদের পাতে থাকে নানা রকম ফল। কিন্তু বাজারের এই ফল কতটা নিরাপদ? রমজান মাসে বাজারে ফলের চাহিদা বেড়ে যায়, আর সেই সুযোগে অনেক অসাধু ব্যবসায়ী ফলে কেমিক্যাল ব্যবহার করেন। অনেক ক্ষেত্রেই অসাধু ব্যবসায়ীরা ফল সংরক্ষণ করেন বা চকচকে রাখার জন্য ফরমালিন, কার্বাইড ও অন্যান্য ক্ষতিকর রাসায়নিক ও কীটনাশক ব্যবহার করেন। তবে সহজ একটি উপায়ে মাত্র ১২-১৫ মিনিটে ফল থেকে বিষ ও কীটনাশক দূর করা সম্ভব বেকিং সোডা ব্যবহার করে। জেনে নিন উপায়।
বাজারের বেশির ভাগ ফলেই কীটনাশক ব্যবহৃত হয়। এই কীটনাশক ব্যবহৃত হয় মূলত ফলকে পোকামাকড়, জীবাণু, ইঁদুর ও আগাছা থেকে রক্ষা করতে। তবে এসব কীটনাশক মারাত্মক ক্ষতিকর। দীর্ঘদিন কীটনাশকযুক্ত খাবার খেলে কিডনি, লিভার ও স্নায়ুতন্ত্রের বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি বেড়ে যায়। অনেকে মনে করেন, ফলের খোসা ছাড়িয়ে নিলে কীটনাশক আর থাকে না। কথাটি সত্য হলেও খোসার মধ্যেই থাকে গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান। যেমন ফাইবার, ভিটামিন ও খনিজ। তাই খোসা ছাড়িয়ে না খেয়েও সহজ উপায়ে বিষ বা কীটনাশক দূর করা গেলে সেটাই হবে সবচেয়ে কার্যকর সমাধান।
বেকিং সোডার কার্যকর ব্যবহার
সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, বেকিং সোডা ও পানি দিয়ে ধুয়ে ফেললে ফল ও সবজির খোসায় থাকা প্রায় সব বিষ বা কীটনাশক দূর করা সম্ভব। এক গবেষণায় দেখা গেছে, আপেলকে বেকিং সোডাযুক্ত পানিতে ১২-১৫ মিনিট ভিজিয়ে রাখলে এতে থাকা বিষ বা কীটনাশক দূর হয়। এই পদ্ধতি আপেলের মতো অন্যান্য ফল ও সবজির জন্যও কার্যকর হতে পারে বলে ধারণা করা হয়।
যেভাবে বেকিং সোডা ব্যবহার করবেন
এক লিটার পানিতে এক টেবিল চামচ বেকিং সোডা মিশিয়ে নিন।
এই মিশ্রণে ফল ও সবজি ১২-১৫ মিনিট ভিজিয়ে রাখুন।
এবার ভালোমতো ধুয়ে নিন পরিষ্কার পানিতে।
সহজ এই পদ্ধতি অনুসরণ করলেই আপনি মোটামুটি নিশ্চিত যে খাওয়ার ফল ও সবজি অনেক বেশি নিরাপদ ও স্বাস্থ্যকর হবে।
সূত্র: হেলথলাইন