২-৩ দিন পরপর জ্বর আসে, কী করব

পরামর্শ দিয়েছেন—ল্যাবএইড হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট, মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. শংকর নারায়ণ দাস

শরীরের কিছু রোগ আছে, যাতে আক্রান্ত হলে লক্ষণ হিসেবে জ্বর দেখা দেয়ছবি: কবির হোসেন

প্রশ্ন: আমার বাবার বয়স ৬৫ বছর। তিনি কৃষিকাজ করেন। গত ২০ ডিসেম্বর হঠাৎ জ্বরে আক্রান্ত হন বাবা। জ্বর প্রথমে তীব্র ছিল, ছয় দিন পর জ্বর সেরে যায়। এক দিন পরে আবার জ্বর আসে। এরপর থেকে ২-৩ দিন পরপর নিয়মিত জ্বর আসছে। স্থানীয় ডাক্তার বলেছেন ওনার বড় কোনো রোগ থাকতে পারে। ঢাকায় নিয়ে চেকআপ করানোর পরামর্শ দিয়েছেন।

ফয়জুল্লাহ বশির, পিরোজপুর

পরামর্শ: মৌসুমি কিংবা ভাইরাল জ্বর সাধারণত কয়েক দিনের মধ্যে এমনিতে সেরে যায়। কিন্তু শরীরের কিছু রোগ আছে, যাতে আক্রান্ত হলে লক্ষণ হিসেবে জ্বর দেখা দেয়। এ ক্ষেত্রে নির্দিষ্ট সেই রোগের চিকিৎসার দরকার হয়। আপনার বাবা একজন বয়স্ক কৃষক এবং এক মাসের বেশি সময় ধরে জ্বরে ভুগছেন। এটি তাঁর শরীরের জটিল স্বাস্থ্যঝুঁকি নির্দেশ করে। এমন অবস্থায় বাড়িতে বসে থাকলে জটিলতা আরও বাড়তে পারে। আপনার বাবাকে যত দ্রুত সম্ভব একজন মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে নিয়ে যান। শরীরের সব অসুবিধা ও জটিলতা চিকিৎসকের কাছে খুলে বলুন। চিকিৎসক লক্ষণ-উপসর্গ শুনে কিছু পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে রোগ শনাক্ত করবেন। এরপর চিকিৎসা দেবেন। তাই সময়ক্ষেপণ না করে দ্রুত একজন বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হলে উপকার পাবেন।

আরও পড়ুন