শরীরে ভারসাম্য হারানোর সমস্যা কেন হয়
ভারসাম্য হারানোর সমস্যা হলে আপনার মনে হতে পারে আপনি ঘুরছেন কিংবা আপনার চারপাশটা ঘুরছে। কারও আবার মাথা হালকা হয়ে যাওয়ার বা শূন্য হয়ে পড়ার অনুভূতি হয়। দৃষ্টি ঘোলাটে হয়েও আসতে পারে। হাঁটতে গিয়ে মাথার টলমল করে ওঠে। কারও কাছে মনে হতে পারে তিনি বুঝি ভাসছেন, উল্টে কিংবা পড়ে যাচ্ছেন।
ঠিকঠাক ভারসাম্য বজায় রাখার জন্য দেহের পেশি, হাড়, গ্রন্থি, চোখ, অন্তঃকর্ণ, স্নায়ু, রক্তনালি, মস্তিষ্ক এবং হৃৎপিণ্ড ঠিকঠাক থাকা আবশ্যক। এসবের যেকোনো একটিতে সমস্যা হলেই ভারসাম্য হারাতে পারেন। তবে অন্তঃকর্ণের সমস্যার কারণে ভারসাম্য হারানোর সমস্যা সবচেয়ে বেশি হয়ে থাকে।
ভারসাম্য রক্ষার জন্য প্রয়োজনীয় এসব অঙ্গপ্রত্যঙ্গের নানান রোগে যেমন ভারসাম্য হারানোর সমস্যা দেখা যায়, তেমনি কোনো আঘাতে এসব অঙ্গপ্রত্যঙ্গের ক্ষতি হলেও এমন সমস্যা দেখা দিতে পারে। বড় ধরনের মানসিক সমস্যা থাকলেও কারও কারও মাথা ঘোরায়। কিছু ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবেও মাথা ঘুরতে পারে।
করণীয়
ভারসাম্যের সমস্যার কোনো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসা নেওয়া প্রয়োজন। চিকিৎসক আপনার শারীরিক পরীক্ষার পর আরও কিছু পরীক্ষা-নিরীক্ষা করাতে দেবেন। এসব পরীক্ষার ফলাফলের ভিত্তিতে হবে রোগনির্ণয়। সে অনুযায়ী চিকিৎসা। কোনো ওষুধের কারণে সমস্যা হলে চিকিৎসক সেই ওষুধটি বদলে দেবেন।
অবহেলা করবেন না
ভারসাম্য হারানোর কারণ যেটিই হোক, চিকিৎসা নিতে দেরি করবেন না। প্রাথমিক অবস্থায় আপনি হয়তো নিজেকে সামলে নিতে পারছেন। কিন্তু সব সময় সেটা না-ও পারতে পারেন। পরবর্তী কোনো সময়ে আপনি ভারসাম্য হারিয়ে পড়েও যেতে পারেন। তাতে আপনি মারাত্মকভাবে আহত হতে পারেন। বয়স্ক ব্যক্তির মধ্যে ভারসাম্যের সমস্যা দেখা দিলে কখনোই অবহেলা করবেন না। পড়ে গেলে হাড় ভেঙে যাওয়ার ঝুঁকি তাঁদের ক্ষেত্রে সবচেয়ে বেশি।
ভিন্ন পরিস্থিতি
কারও কারও আবার যানবাহনে উঠলেও মাথা ঘোরায়, এটি অবশ্য ঠিক ভারসাম্যের সমস্যা নয়। তা ছাড়া অপ্রীতিকর পরিস্থিতিতে মাথা ঘুরে পড়ে যাওয়ার মতো সমস্যাও হয় অনেকের। এই যেমন কেউ কেউ রক্ত দেখলে এমন পরিস্থিতির সম্মুখীন হন। রক্তদান করতে গিয়ে কেউ কেউ ঠিক এই কারণেই মাথা ঘুরে পড়ে যান। এই পড়ে যাওয়া তাঁর শারীরিক কোনো সমস্যার জন্য নয়।