মস্কো ফ্যাশন উইকের শেষ দিনে যে পোশাকগুলো দেখা গেল

মস্কো ফ্যাশন উইক ২০২৫–এর শরৎ আয়োজনের শেষ দিন ছিল ২ সেপ্টেম্বর। এদিন মস্কোর পুশকিন জাদুঘরে আয়োজন করা হয় সারোকা অন কোর্স ফ্যাশন ব্র্যান্ডের শো। সারোকার পোশাকে শত বছরের পুরোনো ভাস্কর্যের মাঝখান দিয়ে ক্যাটওয়াক করেন মডেলরা। মস্কো থেকে লিখেছেন সুমন ইউসুফ।

মস্কো ফ্যাশন উইকের শেষ দিনে সারোকা অন কোর্স ফ্যাশন ব্র্যান্ডের পোশাকে ক্যাটওয়াক করছেন মডেল
ছবি: সুমন ইউসুফ
২০১৮ সালে ডিজাইনার সার্গেই সারোকা এবং ফ্যাশন উদ্যোক্তা মাশা গোলফতিভা ব্র্যান্ডটি তৈরি করেছিলেন
ছবি: সুমন ইউসুফ
সারোকা অন কোর্সের পোশাকে সেলাইয়ের মানের দিকে আলাদা নজর দেওয়া হয়।সারোকা অন কোর্সের পোশাক সাশ্রয়ী মূল্যে পাওয়া যায়
ছবি: সুমন ইউসুফ

সারোকা অন কোর্স ফ্যাশন ব্র্যান্ডটির ডিজাইনে স্থাপত্যরেখা, স্পষ্ট আকার এবং গাঢ় ও হালকা প্যালেটের ব্যবহার দেখা গেছে।

সারোকা একজন গঠনবাদী ডিজাইনার
ছবি: সুমন ইউসুফ
মাত্র এক বছরের মধ্যে বিশ্বব্যাপী স্টোরগুলোর সঙ্গে যোগাযোগ স্থাপন করে আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের ছড়িয়ে দিতে সক্ষম হয়েছে এই ফ্যাশন ব্র্যান্ড
ছবি: সুমন ইউসুফ
সারোকা অন কোর্স ব্র্যান্ডের পোশাকে সিল্যুয়েট, ফেব্রিক টেক্সচার আর স্থাপত্য কাট একটি অবিচ্ছেদ্য ভিত্তি তৈরি করে
ছবি: সুমন ইউসুফ
নতুনত্ব এবং ক্ল্যাসিকের মধ্যে ভারসাম্য রেখে তৈরি হয়েছে প্রতিটি পোশাক
ছবি: সুমন ইউসুফ
সারোকার তৈরি পোশাকে আছে পরিশীলিত ফর্ম, লাইন আর সহজ শিল্পের প্রতি ডিজাইনারের ভালোবাসা
ছবি: সুমন ইউসুফ
আরও পড়ুন