মস্কো ফ্যাশন উইকের শেষ দিনে যে পোশাকগুলো দেখা গেল
মস্কো ফ্যাশন উইক ২০২৫–এর শরৎ আয়োজনের শেষ দিন ছিল ২ সেপ্টেম্বর। এদিন মস্কোর পুশকিন জাদুঘরে আয়োজন করা হয় সারোকা অন কোর্স ফ্যাশন ব্র্যান্ডের শো। সারোকার পোশাকে শত বছরের পুরোনো ভাস্কর্যের মাঝখান দিয়ে ক্যাটওয়াক করেন মডেলরা। মস্কো থেকে লিখেছেন সুমন ইউসুফ।
সারোকা অন কোর্স ফ্যাশন ব্র্যান্ডটির ডিজাইনে স্থাপত্যরেখা, স্পষ্ট আকার এবং গাঢ় ও হালকা প্যালেটের ব্যবহার দেখা গেছে।