এক সমাবর্তনে চার ভাই–বোন

বিপুল উৎসাহ–উদ্দীপনার মধ্য দিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠিত হলো ১৪ মে। বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এটিই সবচেয়ে বড় সমাবর্তন, অংশ নিয়েছিলেন প্রায় ২৩ হাজার স্নাতক ও স্নাতকোত্তর। উৎসবমুখর ক্যাম্পাসের আনাচকানাচে লুকিয়ে ছিল নানা অন্য রকম গল্প।

চার ভাই–বোনই পড়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নানা বর্ষে
ছবি: সংগৃহীত

একই পরিবারের সদস্য, একই বিশ্ববিদ্যালয়ের পড়েছেন, একসঙ্গেই নিলেন সমাবর্তন। এ এক বিরল ঘটনা। ক্যামেরায় তাই ছবিটা ধারণ করে রাখতে ভোলেননি। সবার মাথায় ছিল সমাবর্তনের টুপি, গায়ে গাউন।

গল্পটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শাহ মোহাম্মদ শিহাব ও তাঁর পরিবারের। চার ভাই–বোনের সবাই পড়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। বাকিরা হলেন গণিত বিভাগের মোহাম্মদ সালাউদ্দিন, লোক প্রশাসন বিভাগের কামরুজ্জাহান সাদিয়া ও মার্কেটিং বিভাগের তানজিনা আক্তার।

মজার ব্যাপার হলো, শাহ মোহাম্মদ সালাউদ্দিনের স্ত্রী আফসা আজাদও পড়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। তিনি ছিলেন বাংলা বিভাগের শিক্ষার্থী। আফসা আজাদসহ সমাবর্তনে অংশ নিয়েছেন এক পরিবারের পাঁচজন। চার ভাই–বোনের মা-বাবাও অতিথি হয়ে এসেছিলেন। মিরসরাই উপজেলার দুয়ারু গ্রামের বাসিন্দা তাঁরা।

আরও পড়ুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই চার অ্যালামনাইয়ের বাবা নুরুল হক বলেন, ‘ছেলেমেয়েরা যখন ছোট ছিল, তখনই ঠিক করেছিলাম তাদের উচ্চশিক্ষায় শিক্ষিত করব। ব্যবসায় অনেক সময় ক্ষতির মুখে পড়তে হয়েছে, তবু এই স্বপ্ন থেকে সরে আসিনি। টাকাপয়সা, অর্থসম্পদ তো সব সময় মানুষের সঙ্গে থাকে না। যেটা থাকে, সেটা হলো শিক্ষা।’ এই শিক্ষা দিয়ে সমাজের জন্য, মানুষের জন্য সন্তানেরা ভালো কিছু করবে, সেটাই এই বাবার প্রত্যাশা।

পরিবারের সঙ্গে বিশেষ এই মুহূর্তে উপভোগ করে ভীষণ খুশি শাহ মোহাম্মদ শিহাবও, ‘পুরো পরিবার নিয়ে উৎসবের আমেজে একটা দিন কাটল। দিনটা কোনো দিন ভুলব না।’