সুযোগ যেন না ফসকায়
সুযোগ কখনো এমনি এমনি আসে না। আপনার যোগ্যতা আছে বলেই আপনার সামনে সুযোগ এসেছে। দুহাতে লুফে নিন। কাজে লাগান। সফল মানুষদের সঙ্গে অন্যদের এটাই বড় পার্থক্য। সফল মানুষেরা কোনো সুযোগই হাতছাড়া করেন না।
‘না’ বলা শিখুন
নিজের সামর্থ্য সম্পর্কে পরিষ্কার ধারণা রাখুন। যতটুকু পারবেন, ততটুকুই কাজ বা দায়িত্ব নিন। যা করতে পারবেন না, তা করবেন বলে কথা দেবেন না। তবে এর চেয়েও মুশকিলের কাজ হলো ‘না’ বলা। সেটা বলতে না পেরেই সাধারণত মানুষের অতিরিক্ত কাজ নিয়ে ফেলে। কাজেই সবার আগে ‘না’ বলা শিখুন।
নিজেকে নিখুঁত দাবি করবেন না
কেউই নিখুঁত নয়। সফল মানুষদেরও ত্রুটিবিচ্যুতি থাকে। পার্থক্য হলো, অন্যরা সেগুলো লুকানোর চেষ্টা করে। দাবি করে, তাদের কোনো খুঁত নেই। আর সফল মানুষেরা সেগুলো স্বীকার করে নেন। মেনে নিয়ে সেভাবেই কাজের পরিকল্পনা করেন।
উদ্বেগ ও ভয়কে না বলুন
উদ্বেগ ও ভয় মানুষের চিন্তাশক্তি কমিয়ে দেয়। অথচ এগুলো যখন হবে, মানে আপনি যখন কোনো বিপদে পড়বেন বা কোনো জটিল পরিস্থিতিতে থাকবেন, তখন উল্টো বেশি চিন্তা করার প্রয়োজন পড়ে। সফল মানুষেরা এখানেই এগিয়ে যান। তাঁরা নিজের ওপর নিয়ন্ত্রণ রেখে, উদ্বেগ-ভয় বা আতঙ্ককে পাশে সরিয়ে পরিষ্কারভাবে চিন্তা করতে পারেন।
ভোলা যাবে না কারও সাফল্য
সফল ব্যক্তিরা নিজেদের প্রতিটি সাফল্য উদ্যাপন তো করেনই, অন্যদের সাফল্য উদ্যাপন করতেও ভোলেন না। কারণ, কেবল নিজের সাফল্যই নয়, ইতিবাচক মানসিকতা রাখতে পারলে যে কারও সাফল্যই মানুষকে অনুপ্রাণিত করে।
তথ্যসূত্র: হ্যাক স্পিরিট