মেয়ের হাত ধরে বাবার স্বপ্নপূরণ
বিপুল উৎসাহ–উদ্দীপনার মধ্য দিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠিত হলো ১৪ মে। বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এটিই সবচেয়ে বড় সমাবর্তন, অংশ নিয়েছিলেন প্রায় ২৩ হাজার স্নাতক ও স্নাতকোত্তর। উৎসবমুখর ক্যাম্পাসের আনাচকানাচে লুকিয়ে ছিল নানা অন্য রকম গল্প।
চারুকলা ইনস্টিটিউটের স্নাতক ও স্নাতকোত্তরের ছাত্রী ছিলেন সেমিনা ইসরাত। তাঁর কাছে এই সমাবর্তন ছিল একটু আলাদা। তাঁর বাবা স ম ইউনূস হাঁটাচলা করতে পারেন না। হুইলচেয়ারে চলাফেরা করেন, হুইলচেয়ারে বসিয়েই বাবাকে নিয়ে হাজির হয়েছিলেন সেমিনা। বাবার মাথায় সমাবর্তনের হ্যাট পরিয়ে ছবিও তুলেছেন।
স ম ইউনূস পেশায় একজন আইনজীবী। তিনিও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। প্রতিবন্ধকতার কারণে নিজের সমাবর্তনে অংশ নিতে পারেননি। এই নিয়ে তাঁর কষ্টও ছিল। তবে এখন তা নেই। একই বিশ্ববিদ্যালয়ে নিজের মেয়ের সমাবর্তনে অংশ নিয়েছেন তিনি।
সেমিনা ইসরাত বলেন, ‘বাবার সঙ্গে সমাবর্তনের আনন্দ ভাগাভাগি করে নিতে পারাটা একটা দারুণ অভিজ্ঞতা।’ সেমিনার বাবা স ম ইউনূস বলেন, ‘মেয়ের সঙ্গে দীর্ঘদিন পর ক্যাম্পাসে এলাম, এটাই আমার জন্য বড় আনন্দ। পুরোনো অনেক স্মৃতি মনে পড়ে গেল।’