ঝাল পিঠার রেসিপি

রেসিপি দিয়েছেন শাহনাজ বেগম

ঝাল পিঠাছবি: সাবিনা ইয়াসমিন

উপকরণ

  • চালের গুঁড়া ১ কাপ

  • ডিম ২টা, লবণ স্বাদমতো

  • কাঁচা মরিচবাটা ১ চা-চামচ

  • কাঁচা মরিচকুচি ১ টেবিল চামচ

  • হলুদ আধা চা-চামচ

  • ধনেপাতাকুচি ১ টেবিল চামচ

  • আদা রসুনবাটা ১ চা-চামচ

  • পানি ১ থেকে দেড় কাপ (কম বেশি লাগতে পারে)

  • ভাজার জন্য তেল।

আরও পড়ুন

প্রণালি

  • চালের গুঁড়ায় সব উপকরণ দিয়ে দিন।

  • অল্প করে পানি দিয়ে ঘন গোলা তৈরি করুন।

  • তেল গরম হলে এক হাতা করে গোলা দিন।

  • একটি করে পিঠা ভেজে তুলুন। একসঙ্গে দুটি দেবেন না।

  • গরম ঠান্ডা দুই ভাবেই পরিবেশন করতে পারেন।

আরও পড়ুন