ম্যাঙ্গো মারমেইড ওশান ককটেল
উপকরণ: পাকা আম ২টি, সোডা পানি ১ কাপ, চিনি ১ কাপ, নীল খাবার রং কয়েক ফোঁটা, বরফকুচি পছন্দমতো।
প্রণালি: পাকা আম টুকরা করে নিন। ব্লেন্ডারে ব্লেন্ড করে মণ্ড বানিয়ে নিন। চুলায় একটি পাত্রে চিনি, খাবার রং মিশিয়ে সিরাপ তৈরি করুন। আমের মণ্ড দিয়ে ওপরে নীল রঙের সিরাপ দিন। সবশেষে সোডা পানি ও বরফকুচি দিয়ে পরিবেশন করুন।