আমের স্মুদি বোল বানাবেন যেভাবে
চারদিকে আমের ঘ্রাণ। বাড়িতে আম দিয়ে বানানো হচ্ছে নানা পদ। দেশি এই ফল দিয়ে বিদেশি ঢঙের খাবারও বানাতে পারেন। রেসিপি দিয়েছেন অসিত কর্মকার
উপকরণ
পাকা আম ২ কাপ, তরল দুধ ১ কাপ, ছানা ২ টেবিল চামচ, কাজুবাদামের পেস্ট ২ চা-চামচ, মধু সামান্য, কাঠবাদাম ২ চা-চামচ, চিয়া সিড ২ চা-চামচ, শুকনা গোলাপের পাপড়ি।
প্রণালি
গোলাপের পাপড়ি ছাড়া অন্য সব উপকরণ ভালোভাবে ব্লেন্ড করে নিন। স্মুদি বোলে ঢালুন। এবার গোলাপের পাপড়ি দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।