মকা মিল্ক শেকের রেসিপি

রেসিপি দিয়েছেন সেলিনা আক্তার

মকা মিল্ক শেকছবি: প্রথম আলো

উপকরণ: ঘন ঠান্ডা দুধ ২ কাপ, ইনস্ট্যান্ট কফি পাউডার ২ চা-চামচ, ভ্যানিলা আইসক্রিম ৪ স্কুপ, চকলেট সিরাপ ৩ টেবিল চামচ, কোকো পাউডার ২ টেবিল চামচ, বরফকুচি স্বাদমতো ও হুইপিং ক্রিম সাজানোর জন্য।

প্রণালি: হুইপিং ক্রিম বাদ দিয়ে সব একসঙ্গে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। পরিবেশন গ্লাসে ঢেলে ওপরে হুইপিং ক্রিম দিয়ে সাজিয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন।

আরও পড়ুন