পনির টিক্কা খাবেন? রেসিপি দেখুন

শীত এলেই পোড়ানো বা ঝলসানো খাবারের ধুম পড়ে যায়। সহজে বাসায় বানাতে পারেন পনির টিক্কা। রেসিপি দিয়েছেন রেনেসেন্স ঢাকা গুলশান হোটেলের কালিনারি শেফ হিমেল কাওসার

পনির টিক্কাছবি: সুমন ইউসুফ

উপকরণ

  • পনির (বড় কিউব করে কাটা) ৫০০ গ্রাম

  • টক দই ১ কাপ

  • আদাবাটা ১ টেবিল চামচ

  • রসুনবাটা ১ টেবিল চামচ

  • কাশ্মীরি লাল মরিচগুঁড়া ১ টেবিল চামচ

  • হলুদ আধা চা-চামচ

  • জিরাগুঁড়া ১ চা-চামচ

  • ধনেগুঁড়া ১ চা-চামচ

  • গরমমসলার গুঁড়া ১ চা-চামচ

  • লবণ স্বাদমতো

  • লেবুর রস ১ টেবিল চামচ

  • শর্ষের তেল ২ টেবিল চামচ

  • ক্যাপসিকাম ১টি (চৌকো কাটা)

  • পেঁয়াজ ১টি (চৌকো কাটা)

  • চাট মসলা সামান্য।

আরও পড়ুন

প্রণালি

পনির টিক্কা
ছবি: সুমন ইউসুফ
  • একটি বড় বাটিতে টক দই, আদা-রসুনবাটা, সব গুঁড়া মসলা, লবণ, লেবুর রস ও তেল একসঙ্গে মিশিয়ে ঘন মিশ্রণ তৈরি করুন।

  • এতে পনির, ক্যাপসিকাম ও পেঁয়াজ আলতোভাবে মাখিয়ে ঢেকে অন্তত ৩০ মিনিট রেখে দিন।

  • মেরিনেট করা পনির ও সবজি স্কিউয়ারে গেঁথে তন্দুর, গ্রিল প্যান বা ওভেনে মাঝারি-উচ্চ তাপে গ্রিল করুন।

  • মাঝেমধ্যে সামান্য তেল বা মাখন ব্রাশ করুন। পনিরে হালকা হালকা সেঁকা দাগ এলে নামিয়ে নিন।

  • পরিবেশনের আগে ওপর থেকে সামান্য চাট মসলা ছড়িয়ে দিন।

আরও পড়ুন