উপকরণ
ফুলকপি: ১ কাপ
ব্রকলি: ১ কাপ
গাজর: ১ কাপ
মটরশুঁটি: ১ কাপ
বরবটি: ১ কাপ
লবণ: স্বাদমতো
চিনি: আধা চা-চামচ
লাল কাঁচামরিচ: অর্ধেক
রসুন কুচি ভাজা: ১ টেবিল চামচ
ভেজিটেবল স্টক: ৪ কাপ
প্রণালি
সস প্যানে স্টক দিয়ে সব সবজি দিতে হবে।
ফুটে উঠলে ২-৩ মিনিট পর চিনি, লবণ দিয়ে দিন।
নামানোর আগে রসুন বেরেস্তা, লাল মরিচের ফালি দিয়ে নামিয়ে ফেলুন।
আরও পড়ুন