অরিগানো সুইট লেমন ওয়েজেস বানাবেন যেভাবে

স্ন্যাকস–জাতীয় পদের সঙ্গে হট টমেটো সস মেলালে স্বাদে চলে আসে ভিন্নতা। রেসিপি দিয়েছেন জেবুন্নেসা বেগম।

অরিগানো সুইট লেমন ওয়েজেস

উপকরণ

মাঝারি আলু ৬টি, লবণ আধা চা-চামচ (পরিমাণমতো), লেবুর রস দেড় টেবিল চামচ, লেবুর খোসাকুচি ১ চা-চামচ, ডিম ১টি, ময়দা আধা কাপ, অরিগানো কর্নফ্লাওয়ার ১ টেবিল চামচ, হট টমেটো সস ৩ টেবিল চামচ, চিনি ২ টেবিল চামচ, গোলমরিচগুঁড়া আধা চা-চামচ, তেল ভাজার জন্য।

অরিগানো সুইট লেমন ওয়েজেস
ছবি: কবির হোসেন

প্রণালি

আলুর খোসা ফেলে লম্বা ৬ টুকরা করে আধা সেদ্ধ করুন। সামান্য লবণ ও ১ চা-চামচ লেবুর রস মেখে রাখুন। ময়দার সঙ্গে অরিগানো, ফেটানো ডিম, কর্নফ্লাওয়ার, ঝাল টমেটো সস ১ টেবিল চামচ, সামান্য লবণ ও পানি দিয়ে মিশ্রণ তৈরি করুন। আলুর টুকরা মিশ্রণে গড়িয়ে ডুবোতেলে ভেজে নেবেন। এবার একটা প্যানে ১ চা-চামচ তেলে ঝাল টমেটো সস ২ টেবিল চামচ, চিনি, বাকি লেবুর রস দিয়ে নিন। ভাজা আলু দিয়ে নেড়ে লেবুর খোসাকুচি ও গোলমরিচগুঁড়া দিয়ে চুলা থেকে নামিয়ে নিন।

আরও পড়ুন