খেজুর গুড়ে ব্রাউনির রেসিপি শিখুন

বাজারে এখন নতুন গুড় উঠেছে। খেজুর গুড়ে নানা রকম পিঠা–পায়েশ তো তৈরি হচ্ছেই, বিদেশি খাবারেও দেশি গুড় দেবে ভিন্ন স্বাদ। তেমন একটি রেসিপি দিয়েছেন অসিত কর্মকার

গুড়ের ব্রাউনিছবি: প্রথম আলো

খেজুর গুড়ে ব্রাউনি

উপকরণ: মাখন ২৫০ গ্রাম, কোকো পাউডার আধা কাপ, আধা ভাঙা গুড় ১ কাপ, ডিম ৪টি, ভ্যানিলা এসেন্স ১ চা-চামচ, ময়দা ১ কাপ, বেকিং পাউডার ১ চা-চামচ, ডার্ক চকলেটের কুচি আধা কাপ ও তরল গুড় ১ কাপ।

ব্রাউনি তৈরি হবে গুড়ে
ছবি: প্রথম আলো

প্রণালি: একটি সসপ্যানে পানি গরম করে চুলা থেকে নামিয়ে নিন। একটি বড় বাটিতে মাখন নিয়ে নিন। গরম পানির পাতিলের ওপরে রেখে মাখন গলিয়ে নিন। আধা ভাঙা গুড়ের সঙ্গে গলানো মাখন ভালোভাবে ফেটিয়ে নিন। মিশ্রণে এবার একে একে চারটি ডিম মিশিয়ে নিন। মিশ্রণে ছাঁকনি দিয়ে চালা ময়দা, কোকো পাউডার ও বেকিং পাউডার দিয়ে দিন। ভাঁজে ভাঁজে মিশিয়ে নিন। সব শেষে ভ্যানিলা এসেন্স ও চকলেটের কুচি দিয়ে দিন। মিশিয়ে বেক করতে হবে। ১৮০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওভেনে ১৫ মিনিট প্রিহিট করে নিতে হবে। ব্রাউনির মিশ্রণটি মাখন লাগানো একটি বেকিং ট্রেতে ঢেলে সমানভাবে বিছিয়ে দিতে হবে। প্রিহিট করা ওভেনে ২৫ থেকে ৩০ মিনিটের জন্য বেক করে নামিয়ে নিন। ঠান্ডা হয়ে এলে বেকিং ট্রে থেকে নামিয়ে কেটে তরল গুড় ছড়িয়ে পরিবেশন করুন গুড় দিয়ে তৈরি ব্রাউনি।

আরও পড়ুন