সামান্থা ও রাজের বিয়ের ১০ ছবি দেখুন

১ / ১০
গতকাল ৩০ নভেম্বর রোববার থেকেই গণমাধ্যমে গুজব ছড়ায়, আজ সোমবার বিয়ে করতে চলেছেন দক্ষিণ ভারতীয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু ও পরিচালক রাজ নিদিমোরু।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
২ / ১০
সোমবার সকালে জানা যায় ৩৮ বছর বয়সী সামান্থা ও ৫০ বছর বয়সী রাজের বিয়ের খবর।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৩ / ১০
দুপুর হতে না হতেই সামান্থা নিজেই ইনস্টাগ্রামে বিয়ের ছবি প্রকাশ করে জানিয়ে দেন, যা রটে, তা কিছু হলেও বটে! বিয়েতে উভয়কেই দেখা গেছে ভারতীয় ঐতিহ্যবাহী পোশাকে।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৪ / ১০
সোমবার সকালেই তামিলনাড়ুর দক্ষিণের ম্যানচেস্টারখ্যাত কোয়েম্বাটুরে ইশা ইয়োগা সেন্টারের লিঙ্গভৈরবী মন্দিরে সাত পাকে বাঁধা পড়েন সামান্থা-রাজ।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৫ / ১০
একেবারেই ছিমছামভাবে সারেন বিয়ের আনুষ্ঠানিকতা। বিয়েতে দুই পক্ষ মিলে উপস্থিত ছিলেন মাত্র ৩০ জন অতিথি।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৬ / ১০
এটি সামান্থা ও রাজ—উভয়ের দ্বিতীয় বিয়ে। ২০২১ সালে সামান্থা ও নাগা চৈতন্য এবং ২০২২ সালে রাজ ও শ্যামালি আলাদা হয়ে যান।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৭ / ১০
২০১৯ সালে রাজ পরিচালিত ‘দ্য ফ্যামিলি ম্যান’ সিরিজে অভিনয় করেন সামান্থা।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৮ / ১০
২০২৪ সাল থেকে রাজ ও সামান্থার সম্পর্কের খবর ছড়াতে থাকে।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৯ / ১০
বন্ধুবান্ধবের সঙ্গে ডিনারে রাজ ও সামান্থা।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১০ / ১০
ইতিমধ্যে ভাইরাল রাজ ও সামান্থার বিয়ের ছবি। অভিনন্দনের জোয়ারে ভেসে যাচ্ছেন এই জুটি।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
আরও পড়ুন