নতুন বিয়ের ছবি দিলেন শোয়েব মালিক, তৃতীয় বিয়ে নিয়েও চলছে জোর বিতর্ক
আবার বিয়ে করলেন পাকিস্তানের জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক শোয়েব মালিক। সানিয়া মির্জার সঙ্গে বিচ্ছেদের জল্পনার মধ্যেই ইনস্টাগ্রামে বিয়ের ছবি পোস্ট করলেন শোয়েব। নিজেই ‘আলহামদুলিল্লাহ’ লিখে জানালেন বিয়ের কথা। সঙ্গে আরও জুড়ে দিয়েছেন পবিত্র কোরআনের বাণী, ‘আমি তোমাদের জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি।’
শোয়েব যাঁকে বিয়ে করেছেন, তিনি পাকিস্তানী অভিনেত্রী সানা জাভেদ। এর আগে আরেক পাকিস্তানী অভিনেত্রী আয়েশা ওমরের সঙ্গেও তাঁর প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল।
এটি শোয়েব মালিকের তৃতীয় বিয়ে, সানার দ্বিতীয়। ২০২০ সালে পাকিস্তানি গায়ক উমর জসওয়ালকে বিয়ে করেছিলেন সানা। বিয়ের কিছুদিন পর থেকেই সমস্যার শুরু। গত বছর কাগজে কলমে আলাদা হয়ে যান তাঁরা।
দুই বছর ধরেই পাকিস্তানের সাবেক অধিনায়ক শোয়েব মালিকের সঙ্গে ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জার বিচ্ছেদের গুঞ্জন চলছিল। শোনা যাচ্ছিল শোয়েবের পরকীয়ার কথাও। এর ভেতর সানিয়ার একাধিক পোস্ট সেই গুঞ্জনে ঢেলে দেয় ঘি। শুক্রবার সানিয়া ইনস্টাগ্রামে একটি স্টোরি দেন। তাতে লেখা, ‘আমাদের মধ্যে যে দূরত্ব রয়েছে, সেটা অন্যদের আলোচনার বিষয় নয়। নিজেদের প্রয়োজনেই এই দূরত্ব। আমি কোনোভাবেই তার এই ব্যবহার “ডিজার্ভ” করি না।’ পরে নিজেই স্টোরি সরিয়ে নেন।
এর আগে গত বছর ইনস্টাগ্রামে একটি স্টোরিতে সানিয়া লেখেন, ‘ভাঙা হৃদয় কোথায় যায়? ঈশ্বরকে খুঁজে বেড়ায়।’ এরও আগে ছেলে ইজহান মালিকের সঙ্গে ছবি পোস্ট করে লিখেছিলেন, ‘যে আমার কঠিন সময় পার করতে সবচেয়ে বেশি সাহায্য করে।’
সানিয়া এখন ব্যস্ত অস্ট্রেলিয়ান ওপেনে ধারাভাষ্য দিতে। এরই মধ্যে ঘোষণা এল শোয়েবের নতুন বিয়ের। ২০১০ সালের ১২ এপ্রিল ভারত ও পাকিস্তান দুই দেশেই ব্যাপক আলোচনা আর বিতর্কের জন্ম দিয়ে বিয়ে করেছিলেন এই দুজন। দুজনের প্রেম নিয়ে চলেছে ব্যাপক চর্চা। ২০২২ সাল থেকে তাঁরা আলাদা থাকা শুরু করেন।
নিজের ইনস্টাগ্রাম থেকে ইতিমধ্যে শোয়েবের সব স্মৃতি মুছে ফেলেছেন সানিয়া।
শোয়েবের নতুন বিয়ে নিয়েও তৈরি হচ্ছে নতুন বিতর্ক। একজন শোয়েবের পোস্টের নিচে মন্তব্য করেছেন, ‘চার্লস যেমন ডায়ানাকে ছেড়ে ক্যামিলাকে বিয়ে করেছিলেন, তেমনই এক ইতিহাসের পুনরাবৃত্তি ঘটল।’
শোয়েবের পোস্টের নীচে যতটা না ‘অভিনন্দন’ বার্তা যুক্ত হয়েছে, তার চেয়ে বেশি লেখা হচ্ছে ‘শকিং’। ভক্তরা মানতেই পারছেন না শোয়েবের নতুন এই বিয়ে। অনেকেই লিখেছেন, ‘সানিয়া মির্জা যার বউ, সে কীভাবে আরেকটা প্রেমে পড়ে! পৃথিবীতে অসম্ভব বলে আসলে কিছুই নেই।’