অ্যানিটা ও টিম দেখিয়ে দিলেন, ভালোবাসার জন্য হৃদয়টাই মুখ্য

ভালোবাসা রং বদলাচ্ছে, সম্পর্কের অভিধানে যুক্ত হচ্ছে ‘সিচুয়েশনশিপ’ ও ‘ন্যানোশিপ’–এর মতো শব্দ। ঠিক এমন সময় অন্তর্জালের দুনিয়ায় ভাইরাল অ্যানিটা ও টিম। এই দুজন নতুন করে বুনলেন ভালোবাসার অন্য রকম গল্প। চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন, আর কিছু নয়, ভালোবাসার জন্য হৃদয়টাই মুখ্য।

১ / ১৪
অ্যানিটা উইং লি পেশায় লেখক, কনটেন্ট স্ট্র্যাটেজিস্ট ও উদ্যোক্তা। কানাডীয় হলেও নিজেকে বিশ্বনাগরিক হিসেবে পরিচয় দেন। অন্যদিকে অ্যানিটার জীবনসঙ্গী টিম মুটোর শিকড় আফ্রিকায় হলেও জন্ম ও বেড়ে ওঠা যুক্তরাষ্ট্রে। টিম পেশায় ব্যবসায়ী।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
২ / ১৪
অ্যানিটা ও টিমের পরিচয় ২০২১ সালে, অ্যানিটার এক বন্ধুর মাধ্যমে, এক জন্মদিনের পার্টিতে।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৩ / ১৪
তখন থেকে তাঁরা কেবলই বন্ধু ছিলেন।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৪ / ১৪
২০২৩ সালের নভেম্বরে ৫ ফুট ৪ ইঞ্চি উচ্চতার অ্যানিটা, ৪ ফুট উচ্চতার টিমকে বলেন, ‘আমার মনে হয়, সম্পর্কটা বন্ধুত্বের চেয়ে বেশি।’
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৫ / ১৪
২০২৪ সালের সেপ্টেম্বরে এই জুটির বাগ্‌দান হয়।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৬ / ১৪
২০২১ সাল থেকেই তাঁরা ঘুরে বেড়িয়েছেন বিশ্বের নানা প্রান্তে।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৭ / ১৪
এই জুটির বিয়ের ছবি কেবল অ্যানিটা উইং লির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকেই দেখা হয়েছে ১ কোটির বেশিবার। ছবির নিচে জড়ো হয়েছে ১ মিলিয়নের বেশি হৃদয়চিহ্ন।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৮ / ১৪
২০২৫ সালের জুনে বিয়ে করলেও ডিসেম্বরে ভাইরাল এই জুটির বিয়ের ছবি।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৯ / ১৪
‘পিপল ম্যাগাজিন’কে দেওয়া সাক্ষাৎকারে অ্যানিটা উইং লি বলেন, ‘ভালোবাসার জন্য ওজন, উচ্চতা, জাতীয়তা, চেহারা—এসবের কোনো কিছুতেই কিছু যায় আসে না। গুরুত্বপূর্ণ হলো মানুষটার হৃদয় আপনাকে টানছে কি না…আর টিম অসাধারণ হৃদয়বান।’
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১০ / ১৪
এদিকে টিম মুটো বলেন, ‘সময়ের সঙ্গে আমাদের সম্পর্ক আরও দৃঢ় হয়েছে। একে অন্যের প্রতি টান বেড়েছে। সম্পর্কটা প্রাকৃতিকভাবেই বিয়েতে গড়িয়েছে।’ ১১. এই জুটি বিয়ে করেছেন মাঠে, খোলা আকাশে নিচে। দুজনই প্রকৃতি ভালোবাসেন। বিয়েতে কোনো কৃত্রিমতা চাননি তাঁরা।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১১ / ১৪
একেবারেই মিনিমালিস্ট আয়োজনে হয়েছে অ্যানিটা–টিমের বিয়ে।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১২ / ১৪
বিয়ের পর থেকে দুজন থাকছেন যুক্তরাজ্যের লন্ডনে। সেখান থেকেই চালিয়ে নিচ্ছেন দুজনের পেশাগত কাজ।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১৩ / ১৪
একসঙ্গে এই জুটি বিশ্ব ঘুরে দেখতে চান। বিশ্বের নানা প্রান্তে ঘর বাঁধতে চান।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১৪ / ১৪
অ্যানিটা বলেন, ‘প্রকৃতিই আমাদের কাছে এনেছে। আমরা প্রকৃতির সৌন্দর্যে একই রকমভাবে মুগ্ধ হই। আমরা দুজনই অত্যন্ত সাহসী। আমরা একসঙ্গে পৃথিবী দেখতে চাই। আর তারই ফাঁকে ফাঁকে বিশ্বাস ও ভালোবাসা নিয়ে জীবনটাও ভাগাভাগি করতে চাই।’
ছবি: ইনস্টাগ্রাম থেকে

সূত্র: পিপল ম্যাগাজিন

আরও পড়ুন