যে কারণে প্লাস্টিকের র্যাকের ব্যবহার বাড়ছে
ঘরের সবকিছু গুছিয়ে এক জায়গায় রাখার প্রয়োজনীয় এক অনুষঙ্গ র্যাক। র্যাকে ঘরের অনেক জায়গা বেঁচে যায়, ঘর থাকে খোলা ও পরিপাটি। খুব অল্প দামেই প্লাস্টিকের নানা রকম র্যাক কিনতে পাওয়া যায়। ঘর আর প্রয়োজন অনুযায়ী কিনে নিলেই হলো। প্লাস্টিকের র্যাকের সবচেয়ে বড় সুবিধা হলো, যত বড়ই হোক না কেন ওজনে এগুলো হালকা। চাইলেই জায়গা বদল করতে পারবেন। পাশাপাশি পরিষ্কার করাও সহজ।
ঢাকার মিরপুর ও প্রগতি সরণির বিভিন্ন সুপারশপ ও ক্রোকারিজের দোকানে কাঠ, ধাতু ও প্লাস্টিকের বিভিন্ন ধরনের র্যাক পাওয়া যায়। এদের মধ্যে কিছু আবার ভাঁজও করা যায়। বাজারে আছে আরএফএল হাউজওয়্যার, আকিজ প্লাস্টিক, বেঙ্গল প্লাস্টিক, টেল প্লাস্টিক, এসিআই প্রিমিওর প্লাস্টিকের র্যাক। ঘরের সৌন্দর্য বাড়াতে এসব র্যাকে দেওয়া হচ্ছে নানা রকম নকশা। কাজের সুবিধার জন্য বিভিন্ন আকারও দেখা যাচ্ছে।
প্রয়োজন বুঝে ব্যবহার
র্যাকের বহু রকমের ব্যবহার দেখা যায়। একই র্যাক ব্যাচেলর ঘরে এক রকম, আবার শিশুর ঘরে আরেকভাবে ব্যবহার করা হয়। মিরপুরের ক্রোকারিজ গ্যালারি স্টোরের বিক্রেতা মো. রায়হান বলেন, রান্নাঘরে মসলা রাখার জন্য ছোট র্যাক, শোবার ঘরে বই রাখার র্যাক, বাথরুমে প্রসাধনী রাখার র্যাক, অফিসে ফাইল বা ডকুমেন্ট রাখার বিভিন্ন র্যাক রয়েছে।
আরএফএল হাউজওয়্যারের ব্র্যান্ড ম্যানেজার আবুল হোসাইন বলেন, হাতের কাছের জিনিস গুছিয়ে রাখতে প্লাস্টিক র্যাক চলতি ধারার পণ্য হিসেবে বেশ জনপ্রিয়তা পেয়ে গেছে। প্রয়োজন অনুসারে বাজারে চার ধরনের র্যাক আছে। ব্যাচেলরদের জন্য বিশেষভাবে বানানো র্যাকে বই থেকে শুরু করে পোশাক কিংবা অন্যান্য অনুষঙ্গও রাখতে পারেন।
রান্নাঘরের র্যাক
নানা ধরনের কিচেন র্যাকে মসলা থেকে শুরু করে বাসনও রাখা সম্ভব। আরএফএল ব্র্যান্ডের ২৪ ইঞ্চি প্রশস্ত কিচেন র্যাক ছাড়াও বাজারে আছে টেল প্লাস্টিকের ফেমাস র্যাক, বেঙ্গল প্লাস্টিকের লিলি কিচেন র্যাক, ক্রাউন র্যাক। অফিস কিংবা ঘরে জুতা গুছিয়ে রাখার জন্য নানা ধরনের প্লাস্টিকের শু র্যাকও রয়েছে।
দরদাম
বাজারে আরএফএলের র্যাকের দাম ২৬০ থেকে ২ হাজার ৩০০ টাকা। বেঙ্গল এলিগেন্ট র্যাকের দাম ৬৫০ টাকা, ক্রাউন র্যাকের দাম ৮১০ টাকা। আকিজের ফুলপ্যাক ডিশ র্যাকের দাম ৪০০ টাকা, লার্জ ডিশ র্যাকের দাম ১ হাজার ১০০ টাকা, স্ট্যাকো শেফ কিচেন র্যাকের দাম ১ হাজার ৮৬০ টাকা, মাল্টিপারপাস র্যাকের দাম ৯৯৯ টাকা। টেল কুইন কিচেন র্যাকের দাম ১ হাজার ৮৫৫ টাকা।