ঢাকায় চালু হলো পুরোনো পোশাক বিক্রির ওয়েবসাইট ‘ডিক্লাটার বাংলাদেশ’
নিয়মিত গান করেন সুবর্ণা আক্তার। এ জন্য প্রায়ই বিভিন্ন অনুষ্ঠান বা শুটিংয়ে অংশ নিতে হয়। প্রতিটি ইভেন্টেই প্রয়োজন হয় তাঁর নতুন নতুন পোশাক। আর তাই কিছুদিন পরপরই কেনা হয় নতুন জামাকাপড়। একসময় দেখা গেল, তাঁর আলমারিতে আর কোনো নতুন কাপড় রাখার জায়গা নেই। সে সময় ব্যবহৃত পোশাক বিক্রির জন্য দেশে বিশ্বাসযোগ্য কোনো অনলাইন প্ল্যাটফর্মের অভাব অনুভব করছিলেন তিনি।
সেই ভাবনা থেকেই ‘ডিক্লাটার বাংলাদেশ’–এর উদ্যোগটি শুরুর পরিকল্পনা করেন সুবর্ণা। তিনি বলেন, ‘এই প্ল্যাটফর্মে যে কেউ তার ব্যবহৃত বা একেবারে অব্যবহৃত পোশাক খুব সহজে বিক্রি করতে পারবেন। অ্যাপটি ব্যবহার করতে প্রতি মাসে ৯৯ টাকা সাবস্ক্রিপশন ফি দিতে হবে। তবে প্রতিষ্ঠানটির উদ্বোধন উপলক্ষে প্রথম দুই মাসের জন্য অ্যাপটি ফ্রিতে ব্যবহার করা যাবে। কোনো পোশাক কিনতে চাইলে তা ক্রেতার বাড়িতে পৌঁছে দেওয়া হবে, ক্রেতা পোশাক দেখে তারপর দাম পরিশোধ করে তা কিনতে পারবেন।’
প্ল্যাটফর্মটি যাত্রা শুরু করার আগে বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া কয়েকজন শিক্ষার্থীর মধ্যে জরিপ চালানো হয়েছিল। তাঁরা জানান, ব্যবহৃত পোশাক বা অনুষঙ্গ বিক্রির জন্য একটি প্ল্যাটফর্মের প্রয়োজন তাঁরা অনেক দিন ধরেই অনুভব করছিলেন।
এক বছর আগে শুরু হয় ডিক্লাটারের পরিকল্পনা ও প্রস্তুতির কাজ। এক মাস ধরে অ্যাপটির পরীক্ষামূলক সংস্করণ চালানো হয়। গত ২৭ জুন এটি আনুষ্ঠানিকভাবে চালু করা হয়। ইতিমধ্যেই বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে প্রায় পাঁচ হাজার ব্যবহারকারী অ্যাপটি ডাউনলোড করেছেন। কেউ কেউ পোশাক আপলোড করার সঙ্গে সঙ্গেই তা বিক্রি হয়ে গিয়েছে বলেও জানিয়েছেন।
প্ল্যাটফর্মটি ব্যবহার করতে চাইলে গুগল প্লে স্টোর থেকে ‘ডিক্লাটার বাংলাদেশ’ অ্যাপটি ডাউনলোড করতে হবে। এরপর মোবাইল নম্বর বা ই-মেইল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করে নিজের পোশাকের ছবি ও দাম আপলোড করতে হবে। মজার ব্যাপার হলো, ক্রেতারা চাইলে এখান থেকে দর-কষাকষি করেও পোশাক কিনতে পারবেন।
সুবর্ণা আক্তার জানান, ভবিষ্যতে এই প্ল্যাটফর্মে পোশাক ভাড়ার সুবিধাও যুক্ত করা হবে। ভাড়ার পোশাকগুলো যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়েও বাড়তি যত্ন নেওয়া হবে। শুধু নারীদের নয়, শিগগিরই পুরুষদের ব্যবহৃত পোশাক ও অনুষঙ্গ বিক্রির ব্যবস্থাও যুক্ত হবে। পাশাপাশি জনপ্রিয় তারকাদের পোশাক নিলামে তোলার পরিকল্পনাও রয়েছে তাঁদের।
সুবর্ণা আক্তার নজরুল সংগীত নিয়ে পড়ালেখা করেছেন ছায়ানট থেকে। কাজ করেছেন প্লেব্যাক ও নাটকের গানে। নিজস্ব একটি ইউটিউব চ্যানেল রয়েছে তাঁর। সম্প্রতি মুক্তি পেয়েছে তাঁর গাওয়া ‘পদ্ম পাতার জল’ শিরোনামের একটি গান।