কী আছে কফি উইথ করণের ২৫ লাখ টাকার উপহারের ঝুড়িতে?

‘কফি উইথ করণ’-এর ‘র‍্যাপিড ফায়ার রাউন্ড’ এর বিজয়ী জিতে নেন পুরস্কার
ছবি: সংগৃহীত

ভারতীয় তারকাদের অষ্টমবারের মতো কফির আমন্ত্রণ জানিয়েছিলেন বলিউডের জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা ও প্রযোজক করণ জোহর। ‘কফি উইথ করণ’-এ গত বছরের অক্টোবর থেকে এই বছরের জানুয়ারি পর্যন্ত মোট ১৩টি পর্বজুড়ে জম্পেশ আড্ডা দিয়েছেন তাঁরা। প্রতি পর্বেই আমন্ত্রিত ছিলেন দুজন তারকা অভিনেত্রী কিংবা শোবিজ জগতের কেউ।

গল্প–আড্ডার এক ফাঁকে অতিথিদের সঙ্গে খেলেছেন ‘র‍্যাপিড ফায়ার রাউন্ড’। এই অংশে অতিথিদের দিকে ছুড়ে দেওয়া হয় মজার মজার সব প্রশ্নবাণ। দুজনের মধ্যে জয়ী তারকা জিতে নেন বিশেষ একটি ঝুড়ি। বিলাসপণ্যে ভরপুর ঝুড়িটি বিশেষভাবে নকশা করেছেন করণের বন্ধু শিখা শেঠি চৌধুরী। কী থাকে এই ঝুড়িতে? দর্শকেরা বারবার জানতে চাইলেও এত দিন সেটা একপ্রকার রহস্যই রেখেছিলেন করণ।

অবশেষে নিজেই এই রহস্যের অবসান ঘটালেন করণ। ১৩তম পর্ব শেষ হতেই ঝুড়িটি নিয়ে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও বার্তা প্রকাশ করেন তিনি। শিরোনামে লিখেছেন, ‘কফি উইথ করণ’-এর একমাত্র নিয়মিত এবং সম্মানিত অতিথি, দ্য কফি হ্যাম্পার। এই নিয়ে আর লুকোচুরি করব না। তাই, এই যে...। আসুন দেখে নেওয়া যাক, ।

কী আছে বিশেষ এই উপহারের ঝুড়িতে
ছবি: সংগৃহীত

শুরুতেই করণ ঝুড়ি থেকে বের করে আনেন নিজের গয়নার ব্র্যান্ড ‘তিয়ানি বাই করণ জোহর’-এর গলা ও কানের ২২ ক্যারেটের একটি সেট। ওয়েবসাইট থেকে জানা যায়, এর মূল্য প্রায় ২০ লাখ টাকা। ইলেকট্রনিক জিনিসের মধ্যে ছিল ৫৫ হাজার টাকার একটি গোপ্রো ক্যামেরা। ছিল শোনোস ব্র্যান্ডের একটি ব্লুটুথ স্পিকার। দাম ৭০ হাজার টাকা। এরপর করণ বের করে আনেন একটি গুগল পিক্সেল ৮ প্রো মুঠোফোন। গত বছর বাজারে আসা ফোনটির দাম প্রায় ১ লাখ ৪৪ হাজার টাকা। ঝুড়িতে আরও ছিল ৫২ হাজার টাকার একটি বডি ম্যাসাজ মেশিন।

করণ জোহর
ছবি: সংগৃহীত

এরপর করণ তুলে ধরেন ওয়াইএসএল ব্র্যান্ডের একটি সুগন্ধির সেট; দাম প্রায় ২৪ হাজার টাকা। লক্সিটন ব্র্যান্ডের তেল ও ক্রিমের দাম প্রায় ১০ হাজার টাকা। নাপাডোরি ব্র্যান্ডের বার ও রান্নাঘরের জন্য প্রয়োজনীয় জিনিসের দাম প্রায় সাড়ে ১৬ হাজার টাকা আর পনির কাটার ছুরির সেটটির দাম প্রায় ৯ হাজার টাকা। আরও ছিল বিলাসবহুল কোম্পানির চা, চকলেট, মধু ছাড়া নানা খাদ্যদ্রব্য। সবশেষে ঝুড়িতে ছিল লাল টুকটুকে একটি কফি কাপ। সব মিলিয়ে ধারণা করা হয়, ঝুড়িটির দাম প্রায় ২৫ লাখ টাকা।


সূত্র: জিস্ট, এনডিটিভি

আরও পড়ুন
আরও পড়ুন