পোশাক কেনাকাটায় সর্বোচ্চ ৫০ শতাংশ ছাড় দিচ্ছে যে ব্র্যান্ডগুলো

দেশের প্রায় প্রতিটি ফ্যাশন হাউসে চলছে মূল্যছাড়। যাঁরা নিয়মিত ব্র্যান্ডের পোশাক পরতে ভালোবাসেন, তাঁদের জন্য কেনাকাটার এক বিশাল সুযোগ। একঝলকে দেখে নিন কোন হাউসগুলোতে চলছে কত ভাগ ছাড়।

সারা লাইফস্টাইল

ই-কমার্স ওয়েবসাইট ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকেও ছাড়ে পণ্য কিনতে পারবেন
ছবি: সারা লাইফস্টাইল

প্রায় দুই লাখ পণ্যের ওপর ৩০ শতাংশ মূল্য ছাড় দিচ্ছে দেশের অন্যতম লাইফস্টাইল ব্র্যান্ড ‘সারা’। ক্রেতারা ই-কমার্স ওয়েবসাইট ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকেও এই ছাড়ে পণ্য কিনতে পারবেন।

লা রিভ

এই ছাড়ে পাবেন ছেলে-মেয়ে উভয়েরই জন্য ফ্যাশনেবল গরমের পোশাক
ছবি: লা রিভ

লা রিভে শুরু হয়েছে ‘মিড-সিজন সেল ফেস্টিভ্যাল ২০২৫’! পরিবারের সব বয়সীদের জন্য পোশাকে (নিউ অ্যারাইভাল ব্যতীত) ফ্ল্যাট ৫০ শতাংশ ছাড় দিচ্ছে ব্র্যান্ডটি। এই ছাড়ে পাবেন ছেলে-মেয়ে উভয়েরই জন্য ফ্যাশনেবল গরমের পোশাক। পাশাপাশি হোম ডেকোর ও ফ্যাশন অনুষঙ্গেও বিশেষ ছাড় থাকছে।

আরও পড়ুন

ক্লাব হাউস

৩০ থেকে সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে ক্লাব হাউস
ছবি: ক্লাব হাউস

নির্দিষ্ট পোশাকে ৩০ থেকে সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে ক্লাব হাউস। পুরো জুলাই মাস পর্যন্ত এই ছাড় চলবে।

কে ক্র্যাফট

সব ঋতুতে পরার উপযোগী পোশাক মিলবে কে ক্র্যাফটে
ছবি: কে ক্র্যাফট

সব ঋতুতে পরার উপযোগী পোশাকের বিশাল সংগ্রহের ওপর থাকছে ১০ থেকে ৫০ শতাংশ মূল্যছাড়, দিচ্ছে কে ক্র্যাফট। তাদের অনলাইন ও ফেসবুক পেজ থেকেও ছাড়ে কেনাকাটার সুযোগ থাকছে।

টুয়েলভ ক্লদিং

সব পোশাকেই থাকছে ২৫% পর্যন্ত মূল্য ছাড়
ছবি: টুয়েলভ ক্লদিং

টুয়েলভ ক্লদিংয়ের সব পোশাকেই থাকছে ২৫% পর্যন্ত মূল্য ছাড়। তবে ক্রেতাসাধারণের জন্য কত তারিখ পর্যন্ত এই ছাড় চলবে, তা সুনির্দিষ্ট নয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

আরও পড়ুন