১২০ কোটি টাকার সেই লেহেঙ্গা ও অন্যান্য

আম্বানি পরিবারের একমাত্র কন্যা ইশা আম্বানির বিয়ের লেহেঙ্গাটিকে বলা হচ্ছে ভারতের সবচেয়ে দামি লেহাঙ্গা। এটির দাম ২০১৮ সালেই ছিল ৯০ কোটি রুপি বা বাংলাদেশি অর্থমূল্যে ১১৯ কোটি ৬৩ লাখ টাকা। ইশা আম্বানি আর মাড়োয়াড়ি ব্যবসায়ী পিরামল পরিবারের একমাত্র ছেলে আনন্দ পিরামলের বিয়ে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল পাঁচ বিয়ের একটি। সেই বিয়েতে খরচ হয়েছিল প্রায় ১ হাজার কোটি টাকা। দেখে নেওয়া যাক ৩১ বছর বয়সী ইশার কিছু গ্ল্যামারাস আউটফিট...

১ / ১২
ভারতের নামকরা ডিজাইনার আবু জানি এবং সন্দীপ খোসলার নকশা করা ঘিয়ে রঙের এই লেহঙ্গা সম্পর্কে খুব বেশি তথ্য জানা যায় না। তবে লেহেঙ্গাটি বানানো হয়েছিল ইশার মা নীতা অম্বানিকে শ্রদ্ধা জানাতে
ছবি: ইনস্টাগ্রাম থেকে
২ / ১২
এই সেই লেহেঙ্গা, জারদৌসি পাড়ের কারুকাজের লেহেঙ্গায় ছিল দুটো ওড়না। একটি গাঢ় লাল রঙের, অন্যটি ঘিয়ে রঙের। গাঢ় লাল ওড়নাটি নীতা আম্বানির বিয়ের শাড়ি থেকে তৈরি। সেখানে উঠে এসেছে নীতা আম্বানি ও মুকেশ আম্বানির প্রেমকাহিনী। এই লেহেঙ্গাতে ব্যবহার করা হয়েছে হীরা, প্লাটিনামসহ নানান মূল্যবান রত্ন ও পাথর
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৩ / ১২
আনন্দ পিরামলের মোট সম্পদের পরিমাণ ৬ বিলিয়ন ডলার। অন্যদিকে ইশা আম্বানির মোট সম্পদের পরিমাণ ১০০ বিলিয়ন ডলার
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৪ / ১২
ইশার বিয়ের এই গোলাপী লেহেঙ্গাটি বানিয়েছেন ভারতীয় বাঙালি ডিজাইনার সব্যসাচী মুখার্জী। বিয়েতে উপস্থিত ছিলেন বিয়ন্সেে, হিলারি ক্লিনটন, নিক জোনাস, প্রিয়াঙ্কা চোপড়া, অমিতাভ বচ্চন, শাহরুখ খান, রণবীর কাপুর, রণবীর সিং, দীপিকা পাড়ুকোন, আলিয়া ভাটসহ অনেক বলিউড তারকা, রাজনৈতিক ব্যক্তিত্ব ও ব্যবসায়ী
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৫ / ১২
বিয়ের প্রতিটি আয়োজনে ইশা পরেছিলেন মূল্যবান হিরের গয়না
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৬ / ১২
২০২৩ সালের মেট গালায় ইশা আম্বানি দেখা দেন শাড়ি-গাউনে। গাউনটির ডিজাইন করেছেন নেপালি-মার্কিন ফ্যাশন ডিজাইনার প্রবল গুরুং
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৭ / ১২
ফ্যাশন ইনফ্লুয়েন্সার ও ব্যবসায়ী ইশা আম্বানি বেশ কিছু ব্র্যান্ডেরও মালিক
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৮ / ১২
ছবিতে মার্কিন মডেল জিজি হাদিদের সঙ্গে ইশা আম্বানি
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৯ / ১২
ইশা যুক্তরাষ্ট্রের ইয়েল ইউনিভার্সিটি থেকে মনোবিজ্ঞানে স্নাতক ও হার্ভার্ড বিজনেস স্কুল থেকে এমবিএ করেন
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১০ / ১২
২০২২ সালের ১৯ নভেম্বর ইশা যমজ দুই সন্তানের (এক ছেলে ও এক মেয়ে) মা হন
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১১ / ১২
ইশা আম্বানির বাবা মুকেশ আম্বানি ১ লাখ ৬১ হাজার কোটি টাকার মালিক, তিনি এশিয়ার সেরা ধনী ও বিশ্বের নবম ধনী
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১২ / ১২
স্বামী ও দুই সন্তান নিয়ে ইশা আম্বানি পিরামল থাকেন ভারতের মুম্বাই
ছবি: ইনস্টাগ্রাম থেকে
আরও পড়ুন
আরও পড়ুন