রাখিবন্ধনের দিন অর্জুন কাপুর লিখলেন, ‘ছয় বোন মানে ছয় গুণ নাটক’

৯ আগস্ট ছিল রাখিবন্ধন। এই আয়োজনে উদ্‌যাপন করা হয় ভাইবোনের সম্পর্ক। বলিউডের অনেক তারকাকেই দেখা গেল দিনটি উদ্‌যাপন করতে। দেখে নিন তারকাদের রাখিবন্ধনের কিছু ছবি।

১ / ১২
‘সাইয়ারা’ তারকা আহান পান্ডেকে রাখি পরিয়েছেন তাঁর চাচাতো বোন অনন্যা পান্ডে। প্রতিবছর এই দিনে ভাইকে রাখি পরানোর আয়োজন করে পান্ডে পরিবারের বোনেরা। এবারের দিনটি আরও বিশেষ। কারণ, সদ্যই মুক্তি পাওয়া আহানের প্রথম সিনেমা হয়েছে ব্লকবাস্টার
ছবি: অনন্যা পান্ডের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে
২ / ১২
অনন্যা তাঁর ভাইকে রাখি পরালেও ভাই তাঁকে কোনো উপহার দিয়েছেন কি না, তা জানা যায়নি
ছবি: অনন্যা পান্ডের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে
৩ / ১২
পতৌদি-বাড়ির কন্যা সোহা আলী খান তাঁর ভাই সাইফ আলীর হাতে রাখি পরিয়েছেন
ছবি: সারা আলী খানের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে
৪ / ১২
সোহার ছোট্ট মেয়ে রাখি পরিয়েছেন ভাই ইব্রাহিম আলী খানের হাতে
ছবি: সারা আলী খানের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে
৫ / ১২
বলিউডে ইব্রাহিম আলী খানের অভিষেক হয়ে গেছে এরই মধ্যে, সম্প্রতি ওটিটিতেও এসেছে নতুন কাজ। এরই ফাঁকে ছোট্ট বোনের কাছ থেকে রাখি পরে নিয়েছেন ইব্রাহিম
ছবি: সারা আলী খানের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে
৬ / ১২
এদিকে বোন সারা আলী খানের সঙ্গে একাধিক ছবি শেয়ার করে ভাই ইব্রাহিম আলী খান পতৌদি দিয়েছেন এক আবেগঘন স্ট্যাটাস। লিখেছেন, ‘আজীবন তোমার খেয়াল রাখব, তোমার পাশে থাকব।’
ছবি: ইব্রাহিম আলী খানের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে
৭ / ১২
অভিনেত্রী পরিণিতি চোপড়া ছোটবেলার ছবি দিয়ে রাখিবন্ধনের শুভেচ্ছা জানিয়েছেন ভাই সহজ ও শিভাং চোপড়াকে
ছবি: পরিণিতি চোপড়ার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে
৮ / ১২
অভিনেত্রী বিপাশা বসু তাঁর দুই ভাইকে রাখি পরিয়েছেন। শেয়ার করেছেন সেই আয়োজনের একাধিক ছবিও
ছবি: বিপাশা বসুর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে
৯ / ১২
অভিনেতা অর্জুন কাপুর তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ছয় বোনের সঙ্গে একাধিক মুহূর্তের সমন্বয়ে তৈরি করা একটি ছবির কোলাজ শেয়ার করেছেন। আর ক্যাপশনে মজা করে লিখেছেন, ‘ছয় বোন মানে ছয় গুণ নাটক, ঝামেলা, ঝগড়া আর খুনসুটি। কিন্তু সঙ্গে আছে অফুরন্ত ভালোবাসা।’
ছবি: অর্জুন কাপুরের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে
১০ / ১২
বিপাশা বসুর পোস্ট করা আরও কয়েকটি ছবিতে তাঁর ছোট্ট মেয়ে দেবীকে দেখা যাচ্ছে ভাইকে রাখি পরাতে
ছবি: বিপাশা বসুর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে
১১ / ১২
অক্ষয় কুমার বোনের সঙ্গে ছবি শেয়ার করে লিখেছেন, ‘চোখ বন্ধ করলে মাকে দেখি, আর চোখ খুললেই দেখি তোমার হাসি। ভালোবাসি তোমাকে, অলকা। শুভ রাখি।’
ছবি: অক্ষয় কুমারের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে
১২ / ১২
সুনীল শেঠি দুই বোনের মধ্যখানে দাঁড়িয়ে ছবি পোস্ট করেছেন ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে। ক্যাপশনে জানিয়েছেন, এ দুজন আমার পাশে থাকায় শক্তি, ভালোবাসা বা ভরসার জন্য কখনো দূরে তাকাতে হয়নি
ছবি: সুনীল শেঠীর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে

সূত্র: তারকাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট

আরও পড়ুন
আরও পড়ুন