ডেনিমের লেহেঙ্গা-স্যুটে বিয়ে করে আলোচনায় এই নবদম্পতি

সংখ্যায় কম হলেও বিয়েতে শাড়ির বদলে কনেরা পরছেন লেহেঙ্গা। বিয়ের পোশাকের রং হিসেবে লালের বিকল্পও চোখে পড়ছে। সম্প্রতি বলিউড তারকাদের বিয়েতে কনেরা পরছেন আইভরি, সাদা আর গোলাপি রঙের পোশাক। এর প্রভাবও হয়তো পড়ছে নানা অঙ্গনে। এবার বিয়ের সাজপোশাকে ভিন্ন মাত্রা যোগ করলেন ভারতীয় এক নবদম্পতি। অহনা খোসলা ও শিহান মিনোচা কোনো তারকা নন। দুজনই ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক। বিয়েতে ভিন্ন ঘরানার পোশাক পরেই তাঁরা এসেছেন আলোচনায়। ডেনিমের তৈরি বিয়ের পোশাকে দেখুন তাঁদের...

১ / ১৮
বিয়ের পোশাকে নতুনত্ব আসছে, যোগ হচ্ছে নানা কিছু। এবার ডেনিমের বিয়ের পোশাক বানিয়ে আলোচনায় অহনা-শিহান দম্পতি। তবে এই কৃতিত্বের ভার এককভাবে অহনাকে দিলে বাড়াবাড়ি হবে না
ছবি: ইনস্টাগ্রাম থেকে
২ / ১৮
ছোটবেলা থেকেই বিয়েতে ভিন্ন কিছু করার বা পরার ইচ্ছা ছিল অহনার
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৩ / ১৮
অহনার বাবা মান্যভিরাজ খোসলা ছিলেন ভারতের বেঙ্গালুরুর সেরা ফ্যাশন ডিজাইনারদের একজন। সেই সুবাদে ছোটবেলা থেকেই ফ্যাশনজগতে আনাগোনা অহনার
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৪ / ১৮
১৪ বছরের প্রেমকে পূর্ণতা দেওয়ার দিনে অহনা চেয়েছিলেন নিজেকে অন্য সব কনের চেয়ে আলাদাভাবে উপস্থাপন করতে। ঘুরেফিরে যখন বিয়ের পোশাকের কথা সামনে এল, অহনার পছন্দ ছিল ডেনিম। মেয়ের স্বপ্ন পূরণ করতে কাজে নেমে পড়েন বাবা মান্যভিরাজ খোসলা
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৫ / ১৮
অহনার বিয়ের পোশাক পুরোটাই তৈরি করা হয়েছে ডেনিম দিয়ে। ব্লাউজ, লেহেঙ্গা থেকে শুরু করে বিয়ের ওড়নাতেও ছিল ডেনিমের ছোঁয়া
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৬ / ১৮
এমব্রয়ডারি করা প্রজাপতির নকশা আঁকা ডেনিমের ব্লাউজ ছিল টপে
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৭ / ১৮
বটমে ছড়ানো লেহেঙ্গা, লেহেঙ্গাজুড়েও ছিল এমব্রয়ডারি করা বিভিন্ন রকম প্রজাপতি ও ফুলের নকশা
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৮ / ১৮
লেহেঙ্গার নকশা তৈরির পর আরেকটি চিন্তা খেলে যায় মান্যভিরাজ খোসলার মাথায়। কেমন হবে, যদি বর-কনে দুজনের পোশাকই তৈরি হয় ডেনিমে?
ছবি: ইনস্টাগ্রাম থেকে
আরও পড়ুন
৯ / ১৮
সেই চিন্তা থেকেই ডেনিমেই তৈরি হয় শিহানের পোশাক
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১০ / ১৮
অহনার লেহেঙ্গার নকশা থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি করা হয়েছে শিহানের স্যুট। ফুল, প্রজাপতি ও ফড়িংয়ের নকশার সমাহার ঘটেছে শিহানের ডেনিম-স্যুটে
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১১ / ১৮
এমনকি শিহানের পায়ে থাকা খড়ম জোড়াও ডেনিমের তৈরি
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১২ / ১৮
শুধু পোশাকেই আটকে থাকেননি অহনা-শিহান দম্পতি। মণ্ডপের চারপাশে আসল ফুলের পরিবর্তে ব্যবহার করেছেন সিল্কের ফুল। বিয়ের পর সব ফুল ডাস্টবিনে ফেলে দেওয়ার চেয়ে প্লাস্টিকের ফুল ব্যবহারেই জোর দিয়েছেন তাঁরা
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১৩ / ১৮
কেবল মায়ের ইচ্ছাতে বিয়ের মালা তৈরি হয়েছে আসল ফুল দিয়ে
ছবি: ইনস্টাগ্রাম থেকে
আরও পড়ুন
১৪ / ১৮
বিয়ের পোশাক হিসেবে ডেনিমই কেন? সে প্রশ্নের খুব সাধারণ উত্তর ছিল অহনার কণ্ঠে, ‘আমি সব সময় চেয়েছিলাম, আমার বিয়ের পোশাক যেন আমাকে “রিপ্রেজেন্ট” করে। আমার সত্তাকে তুলে ধরতে পারে।’
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১৫ / ১৮
অহনা আরও বলেন, ‘আমি বরাবরই ডেনিম–ভক্ত। ডেনিম আমার ব্যক্তিত্বের প্রতিফলন ঘটায়। আর বিয়ের পোশাককে আলমারির এক কোণে ফেলে রাখার পক্ষপাতী আমি নই। বরং পোশাকটি বারবার পরতে চাই।’
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১৬ / ১৮
বিয়ের এই পোশাকটি বারবার পরতে চান অহনা
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১৭ / ১৮
১৪ বছরের প্রেমের সম্পর্ক দুজনের। বেঙ্গালুরুতে থাকাকালে একে অপরের প্রেমে পড়েন
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১৮ / ১৮
যুক্তরাজ্যে উচ্চশিক্ষা শেষ করে সেখানেই থিতু হয়েছেন। বিয়ের অনুষ্ঠান হয়েছে লন্ডনে
ছবি: ইনস্টাগ্রাম থেকে
আরও পড়ুন