জনপ্রিয় ইউটিউবার প্রাজক্তার বিয়ের সেরা ৫ লুক

বাবা মনোজ কোলির ব্যবসা ডুবতে ডুবতে এমনই খারাপ অবস্থায় চলে যায় যে একেবারে দেউলিয়া হয়ে পড়েছিলেন। আত্মীয়স্বজন কারও কাছে টাকা ধার চেয়ে পাচ্ছিলেন না। এমন অবস্থায় তাঁর ১২ বছরের কন্যা প্রাজক্তা কোলির ছোটবেলা থেকে টাকা জমানো মাটির ব্যাংকটা ভাঙা হলো। ৫ বছরে সেখানে ভালোই টাকা জমেছিল। ভালো বলতে সেই টাকা দিয়ে প্রাজক্তাদের পরিবার চলেছিল ৩ মাস! সে সময় প্রাজক্তা প্রতিজ্ঞা করেছিলেন, জীবনে এমনভাবে প্রতিষ্ঠিত হবেন, যাতে তাঁর পরিবারকে কোনোদিন কারও কাছে ধার করতে না হয়। সেই প্রতিজ্ঞা বাস্তব করেছেন প্রাজক্তা। গতকাল ২৫ ফেব্রুয়ারি ৩১ বছর বয়সে গাঁটছড়া বাঁধলেন নিজের স্বপ্নের পুরুষের সঙ্গে। তাঁর বর, ১৪ বছরের প্রেমিক, নেপালী আইনজীবী বৃষঙ্ক খানাল। দেখে নেওয়া যাক বিয়ের বিভিন্ন অনুষ্ঠানে প্রাজক্তার সাজপোশাক।

১ / ৯
ভারতীয় ইনফ্লুয়েন্সার, অভিনেত্রী ও লেখক প্রাজক্তা কোলি ও বৃষঙ্ক খানালের বিয়ের অনুষ্ঠান হয়ে গেল গতকাল ২৫ ফেব্রুয়ারি।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
২ / ৯
ভারতের মুম্বাইয়ের অলিয়েন্ডার ফার্মস লাক্সারি রিসোর্টে প্রাকৃতিক পরিবেশে খোলা আকাশের নিচে হয় বিয়ের অনুষ্ঠান।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৩ / ৯
প্রাজক্তা বনজঙ্গলে ঘুরতে ভালোবাসেন। পরিবেশবাদী হিসেবেও নামডাক আছে তাঁর। জঙ্গলে ঘুরতে গিয়েই বিয়ের প্রস্তাব দিয়েছিলেন বৃষঙ্ক। সেই জঙ্গল থিমের ক্রিম রঙা জমকালো লেহেঙ্গা পরেছিলেন বিয়েতে।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৪ / ৯
হলুদে প্রাজক্তার পরনে ছিল সাদা শারারা। অরগাঞ্জা ওড়নায় সাজপোশাক ছিল একেবারেই মিনিমালিস্ট।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৫ / ৯
হলুদের আয়োজনে প্রাজক্তার ‘সিম্পলের ভেতর গর্জিয়াস’ সাবেকি ধাঁচের সোনার গয়না খুব পছন্দ করেছে তাঁর ভক্তরাও। সেদিন প্রাজক্তা হাতে জড়িয়েছিলেন সাদা ফুল।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৬ / ৯
প্রি-ওয়েডিং পার্টিতে মায়ের কমলা-সোনালি জমকালো শাড়ি পরেছিলেন প্রাজক্তা।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
আরও পড়ুন
৭ / ৯
হাতে গাঢ় সবুজ রেশমি চুড়ি আর নাকে নথ।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৮ / ৯
সংগীতে প্রাজক্তা পরেছিলেন জঙ্গল থিমের সবুজ স্কার্ট আর টপ। গলায় সোনার চোকার আর কপালে ছোট্ট টিপ।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৯ / ৯
মেহেদী অনুষ্ঠানে প্রাজক্তা পরেছিলেন সোনালি জ্যামিতিক প্যাটার্নের টকটকে লাল কুর্তা সেট। কানে ঝুমকা আর অনামিকায় বাগদানের আংটি, এ–ই ছিল সেদিনের গয়না। সেজেছিলেন ‘নো মেকআপ’ লুকে
ছবি: ইনস্টাগ্রাম থেকে
আরও পড়ুন