নকশিকাঁথার মাঠ নিয়ে এলেন প্রীতম

দেশের বিনোদন অঙ্গনের সবচেয়ে জমকালো আয়োজন মেরিল-প্রথম আলো পুরস্কারের ২৬তম আসর বসেছে আজ। রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ চীন-মৈত্রী সম্মেলনকেন্দ্রে বিকেল পাঁচটা থেকে তারকাদের পদচারণে জমজমাট লালগালিচা। এই আয়োজনে কোন তারকা কী পরে এলেন? এখানে দেখুন সঙ্গীতশিল্পী ও অভিনেতা প্রীতম হাসানের সাজপোশাক।

১ / ৭
মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২৪-এর লালগালিচায় সঙ্গীতশিল্পী ও অভিনেতা প্রীতম হাসান হাজির হলেন কালো স্যুটে।
ছবি: অগ্নিলা আহমেদ
২ / ৭
সঙ্গে ছিল সত্তরের দশকের বেল বটম স্টাইলের প্যান্ট ও কালো কোমরবন্ধ।
ছবি: অগ্নিলা আহমেদ
৩ / ৭
তবে নজর কেড়েছে তার নকশিকাঁথা স্টাইলের শার্ট।
ছবি: অগ্নিলা আহমেদ
৪ / ৭
প্রীতমের পুরো আউটফিট তৈরি করেছে ফ্যাশন ব্র্যান্ড ‘সার্তো’। বেশ কিছু সময় ধরে সার্তোর তৈরি পোশাকে আয়োজন মাতাতে দেখা যাচ্ছে প্রীতমকে।
ছবি: অগ্নিলা আহমেদ
৫ / ৭
গ্র্যামিতে প্রথম তাঁকে দেখা যায় সার্তোর সঙ্গে কোলাবোরেশান করতে।
ছবি: অগ্নিলা আহমেদ
৬ / ৭
গত বছর মেরিল-প্রথম আলো পুরস্কারেও তাঁকে দেখা গিয়েছিল সার্তোর তৈরি পোশাকে।
ছবি: অগ্নিলা আহমেদ
৭ / ৭
নকশিকাঁথা ডিজাইনের আইডিয়া এসেছে আসির নেহালের কাছ থেকে।
ছবি: অগ্নিলা আহমেদ। লেখা: মৃণাল সাহা
আরও পড়ুন