জিনস কি না ধুয়ে সারাজীবন পরা যায়?
জিনসই নাকি ফ্যাশনের একমাত্র ধ্রুবক! দিনমজুর, খেটেখাওয়াদের পোশাক থেকে বিশ্ব ফ্যাশনে রীতিমতো বিপ্লব ঘটিয়ে ফেলা জিনসের যত্ন নিয়ে অনেক কথাই চালু আছে। এর ভেতর সবচেয়ে জনপ্রিয় হলো, ‘চিরকাল পরুন, কোনো দিন ধোবেন না’। আসলেই কি জিনস না ধুয়ে চিরকাল পরা যায়?
জিনস ধুলে কি নষ্ট হয়ে যায়?
হ্যাঁ।
আপনি জিনসটি যেমন অবস্থায় কিনেছেন, তেমনই রাখতে চাইলে যত কম ধোবেন, তত ভালো। অনেকে আবার বারবার জিনস ধোয়ার পর ডেনিমে যে রংচটা ভাব আসে, সেটিও পছন্দ করেন।
ডেনিম কাপড় প্রস্তুতকারী প্রতিষ্ঠানেরা শুরু থেকে একটি কথাই বলে আসছে, যত দিন সম্ভব না ধুয়েই জিনস পরুন, তাহলেই আপনার জিনস বেশি দিন টিকবে। কোনো কোনো প্রতিষ্ঠান এমনও বলেছে, প্রথমবার জিনস ধোয়ার আগে নিদেনপক্ষে ছয় মাস পরুন!
আসলে বারবার ধোয়ার ফলে জিনস নিজস্বতা হারায়। পুরোনো ভাব চলে আসে। মার্কিন ক্লোদিং ব্র্যান্ড লিভাইসের বিপণন কর্মকর্তা ও স্টাইলিস্ট নিকোল রুশো বলেন, ‘ধোয়ার ফলে জিনস কতটা ক্ষতিগ্রস্ত হবে, নির্ভর করে ডেনিমের ধরনের ওপর। যদিও ডেনিম মোটা ধরনের কাপড়, তবে প্রতিবার ধোয়ার ফলে এর ফেব্রিক ক্ষতিগ্রস্ত হয়।’
জিনস না ধুয়ে কতবার পরা যায়?
সাধারণভাবে জিনস না ধুয়ে ৩ থেকে ১০ বার পর্যন্ত পরা যায়। তবে আপনি কত দিন পরপর জিনস ধোবেন, তা নির্ভর করে আপনার জীবনযাপন পদ্ধতি, শরীরের গন্ধ, এ রকম নানাকিছুর ওপর।
১. জীবনযাপন পদ্ধতি
আপনি যদি শারীরিকভাবে খেটে খাওয়া মানুষ হন বা আপনার জীবনযাপন পদ্ধতিতে যদি শারীরিক শ্রম থাকে, তাহলে এক জিনস না ধুয়ে তিনবারের বেশি পরা ঠিক হবে না। সহজেই পোশাকে ধুলা-ময়লা, কালি লেগে যায়, এমন কাজের সঙ্গে যুক্ত থাকলে জিনসে ময়লা লাগলে ধুয়ে ফেলতে হবে। অন্যদিকে, আপনি যদি ডেস্কজব করেন, তাহলে জিনস না ধুয়ে ১০ বারও পরতে পারেন।
২. শরীরের গন্ধ
একেকজনের শরীরের গন্ধ একেক রকম। আপনার ঘামে যদি কটু গন্ধ হয়, তাহলে দুই–তিনবার পরার পর জিনস দিয়েও একই ধরনের গন্ধ বের হবে। তখন আর সেটি না ধুয়ে পরা উচিত হবে না।
জিনস না ধুয়ে পরতে চাইলে কী করবেন?
দ্য লনড্রেসের সহপ্রতিষ্ঠাতা গুয়েন হোয়াইটিং জানান, জিনসটি ভাঁজ করে এক রাত ডিপ-ফ্রিজে রেখে দিলে দুর্গন্ধ চলে যাবে। ফ্রেশ একটা ভাব চলে আসবে।
জিনসে ময়লা লাগলে একটা সুতি কাপড় ভিজিয়ে জায়গাটি ভালোভাবে ঘষে ঘষে ময়লা তুলে ফেলুন। এতে করে ময়লা পরিষ্কারের জন্য সম্পূর্ণ জিনসটি ভেজাতে হবে না। এবার কড়া রোদে দিন। ঘণ্টাখানেক পর উল্টে নাড়ুন। দুর্গন্ধ চলে যাবে। সবশেষে ভালোভাবে ঝেড়ে তুলে রাখুন।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ফ্যাশন স্টাইলিস্ট লানা ব্লাঙ্ক জানান, জিনসের গায়ে লেগে থাকা শরীরের মৃত কোষ, প্রাকৃতিক তেল বা জীবাণুগুলো নিরীহ, সেগুলো শরীরের কোনো ক্ষতি করে না। তাই না ধুয়ে জিনস পরাতে বিশেষ ক্ষতি নেই।
ড্রাই ওয়াশ করতে পারেন।
যদি ধুতেই হয়…
হালকা ধরনের ডিজারজেন্টে ভিজিয়ে ঠান্ডা পানি দিয়ে ধোবেন।
ফেব্রিক ফ্রেশনার ব্যবহার করতে পারেন।
সূত্র: রিয়েল সিম্পল