জেফ বেজোস–লরেন সানচেজের বিয়ের পোশাক ও বাগ্‌দানের আংটির দাম শুনলে চোখ কপালে উঠবে

১ / ১৩
বিয়ে করলেন বিশ্বের দ্বিতীয় ধনী জেফ বেজোস ও বিনোদন সাংবাদিক, লেখক, পাইলট লরেন সানচেজ। ২০২৫ সালের অন্যতম খরুচে বিয়ে এটা।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
২ / ১৩
২৮ জুন তাঁরা বিয়ে করলেন ইতালির ভেনিসের কানারেজিও এলাকার মধ্যযুগীয় গির্জা মাদোনা দেল অর্তোয়।
ছবি: রয়টার্স
৩ / ১৩
বিয়েতে ৫৫ বছর বয়সী লরেনের পরনে ছিল ইতালীয় লাক্সারি ফ্যাশন হাউজ ডলচে অ্যান্ড গাবানার নকশা করা সাদা রঙের জমকালো গাউন। যদিও কাস্টমাইজড এই পোশাকের দাম এখনো জানা যায়নি, তবে ভোগ ম্যাগাজিন জানিয়েছে, এর দাম ৩ লাখ ডলারের কম হবে না!
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৪ / ১৩
গাউনটি লরেনের প্রিয় ইতালীয় হলিউড তারকা সোফিয়া লরেনের বিয়ের গাউন থেকে অনুপ্রাণিত।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৫ / ১৩
ইতিমধ্যে ইনস্টাগ্রামে লরেন নিজের নামের সঙ্গে জুড়ে দিয়েছেন জীবনসঙ্গীর নাম। ইনস্টাগ্রামে তাঁর অ্যাকাউন্টের নাম এখন লরেন সানচেজ বেজোস।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
আরও পড়ুন
৬ / ১৩
তিন দিনব্যাপী অনুষ্ঠানের জন্য লরেন ২৭টি বিশেষ পোশাক বানিয়েছেন।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৭ / ১৩
ডিওরের এই সাদা স্কার্ট ও স্কার্ফটি দেখতে সাদামাটা হলেও দাম ৫৭ লাখ টাকার কম নয়। অবশ্য হাতের ব্যাগের তুলনায় তা নিতান্তই কম। হাতে হারমেসের বিরল কুমিরের চামড়ার যে ব্যাগটি দেখতে পাচ্ছেন, সেটির দাম ১ লাখ ১৫ হাজার ৫৫০ ডলার বা ১ কোটি ৪১ লাখ টাকা!
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৮ / ১৩
আরেক ইতালীয় লাক্সারি ব্র্যান্ড স্কাপারেলির যে অফ শোল্ডার করসেট বডি হাগিং ফুলেল অ্যামব্রয়েডারি করা গাউনটি পরেছেন, এর দাম কমপক্ষে ১৭ হাজার ডলার বা প্রায় ২০ লাখ টাকা!
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৯ / ১৩
ক্রিস্টাল বসানো ওয়ান শোল্ডার ড্রেসটি কাস্টমাইজড করে বানিয়েছেন ব্রিটিশ ফ্যাশন ব্র্যান্ড আলেক্সান্ডার ম্যাককুইন থেকে।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
আরও পড়ুন
১০ / ১৩
লরেনের বিয়ের আংটি ২০ ক্যারেট দুর্লভ গোলাপি হীরা দিয়ে বানানো। এর দাম ৪ মিলিয়ন ডলার বা ৪৮ কোটি ৯০ লাখ টাকা!
ছবি: রয়টার্স
১১ / ১৩
এই বিয়েতে সুপারমডেল, হলিউড তারকা, মিডিয়া ব্যক্তিত্ব, রাজনৈতিক ব্যক্তিত্ব ও বিলিয়নার ব্যবসায়ী মিলিয়ে প্রায় আড়াই শ অতিথি এসেছিলেন। ছবিতে কেন্ডাল জেনার ও কাইলি জেনার।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১২ / ১৩
২৬-২৮ জুন ইতালির ফ্লোরেন্সে তিন দিনব্যাপী বিয়ের আনুষ্ঠানিকতা হয়েছে অত্যন্ত গোপনীয়তার সঙ্গে।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১৩ / ১৩
বিয়েতে খরচ হয়েছে আনুমানিক ৫ কোটি ৫০ লাখ মার্কিন ডলার বা সাড়ে ৬০০ কোটি টাকা।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
আরও পড়ুন