তরুণীদের মধ্যে পোশাকের যে সেটটা এখন জনপ্রিয়

চটজলদি পরার জন্য বা ক্যাজুয়াল পোশাক হিসেবে সালোয়ার-কামিজের পাশাপাশি বছর দুয়েক ধরে জনপ্রিয়তার শীর্ষে ছিল কো অর্ড সেট। তবে এবার ক্যাজুয়াল পোশাকে দেখা যাচ্ছে নতুন এক ধারা। টপ-সালোয়ার-কটি—এই তিনের সমন্বয় গঠিত পোশাকের এই সেটটিকে বলা হচ্ছে টপ বটম।

এই পোশাক পরে চলাফেরা করে যেমন আরাম, তেমনি ফ্যাশনেও স্টাইলিশ।

কো অর্ড স্টাইলে টপ বটম সেটটি তৈরি হলেও ওপরে থাকছে বিপরীত রঙের কটি।
ছবি: কবির হোসেন

টপ বটম সেটে টপটি সাধারণত হয় স্লিভলেস। কখনো ক্রপ টপ আবার কখনো লম্বা আদল টপে যোগ করছে বৈচিত্র্য। এই ধরনের পোশাকে সালোয়ারের ছাঁট একটু ঢিলেঢালা, অনেকটা পালাজ্জোর মতো হয়ে থাকে। কটির ছাঁটেও থাকে বৈচিত্র্য—এমনটিই জানালেন লা রিভের হেড অব মার্কেটিং আফরিনা আহমেদ। এই পোশাকের মজাটাই আসলে এর কাটছাঁট। কখনো হাঁটুর নিচ থেকে সালোয়ারের ঘের বাড়ছে। আবার কখনো স্ট্রেট কাটে স্ট্রেচেবল কাপড়ে তৈরি হচ্ছে প্যান্ট। ক্রপটপে যেমন থাকছে প্রিন্টের কাপড়ের ব্যবহার, তেমনি আবার কখনো সাটিন কাপড়ে লেসের ব্যবহার করে আনা হচ্ছে উৎসবের আবহ। যাঁরা একটু হালকা পোশাক পরতে ভালোবাসেন, তাঁদের পছন্দ আবার কো অর্ড স্টাইলে বানানো টপ বটম সেট। কো অর্ড স্টাইলে টপ বটম সেটটি তৈরি হলেও ওপরে থাকছে কনট্রাস্ট রঙের কটি। সব মিলিয়ে বলা যায় এই পোশাকের কাটছাঁটে ভিন্নতা এত বেশি যে কখনো আপনার পোশাকের সংগ্রহে তা একঘেয়ে ভাব আনবে না।

আরও পড়ুন

সুতি-সাদায় আরাম

পুরো সুতি কাপড়ে তৈরি হয়েছে এই টপ বটম সেট। স্লিভলেস টপটি তৈরি হয়েছে পাতলা সুতি কাপড়ে। সিলভার বা রুপালি রঙের স্ক্রিন প্রিন্টের কাজ একধরনের চোখের আরাম এনেছে। সুতির সঙ্গে চিকেন কারি কাপড়ের সমন্বয় চোখে পড়ার মতো। সালোয়ারের হাঁটুর নিচ থেকে চিকেন কাপড় জোড়া লাগিয়ে ঘারারার আদল আনা হয়েছে। ওপরে কটির কলার ফোল্ড হয়ে নেমেছে পেটের ওপর। কটির কলার, হাতায় যুক্ত হয়েছে চিকেন কাপড়। পোশাক: ক্লাব হাউস

একই রঙের টপ বটম সেট
ছবি: কবির হোসেন

প্রিন্টের আবহে

হালকা নীল রঙের কাপড়ে ফুল, লতাপাতা ও ছোট ছোট জ্যামিতিক মোটিফের ব্যবহার হয়েছে। এই গরমে পোশাকটি চোখের জন্য বেশ সুদিং। পায়জামা ও ক্রপ টপের কাটে ক্যাজুয়াল টপ বটম সেটের আবহ। গরম একটু বেশি লাগলে কটিটা এভাবে ফেলে রাখতে পারেন কাঁধে। পোশাক: এক্সট্যাসি

দিনের বেলায় মানিয়ে যাবে এই পোশাক।
ছবি: কবির হোসেন
আরও পড়ুন

কো-অর্ডের আদলে

এই টপ বটম সেটটি তৈরি হয়েছে কো অর্ডের আদলে। যাঁরা একটু হালকা পোশাক পরতে ভালোবাসেন, তাঁদের কথা মাথায় রেখেই পোশাকে আলাদা কোনো কাজের বাহুল্য নেই। ওপরে সাদা কটিতে ক্রপ টপ আর সালোয়ার থেকে রং নিয়েই ফুলেল নকশা করা হয়েছে। পোশাক: ক্লাব হাউস

অফিসে মানিয়ে যাবে এই তিন সেটের পোশাকটি
ছবি: কবির হোসেন

কটির ছাঁটে ভিন্নতা

সাটিনে তৈরি এই টপ বটম সেটটির মূল আকর্ষণ কটি। কাফতানের আদলে তৈরি হয়েছে এই কটি। এই সেটটিতেও প্রাধান্য পেয়েছে ফ্লোরাল প্রিন্ট। ক্রপটপ, সালোয়ার আর কটির বর্ডারে মোটা লেস বা পাইপিন পোশাকটিকে কিছুটা জমকালো ভাব এনে দিয়েছে। পোশাক: লা রিভ

সিল্ক কাপড় দিয়েও তৈরি করা হচ্ছে এই সেটগুলো
ছবি: কবির হোসেন

জমকালো আবহে

টপ বটম সেটটি তৈরি হয়েছে স্ট্রেচেবল কাপড়ে। ওপরে থাকছে কেপ আদলে লং কটি। কটির দুই ধারে থাকছে ফ্লোরাল প্রিন্টের কাজ। যেকোনো জমকালো আয়োজনে অনায়াসেই বেছে নেওয়া যেতে পারে এমন টপ বটম সেট। পোশাক: এক্সট্যাসি

কটির দুই ধারে থাকছে ফ্লোরাল প্রিন্টের কাজ।
ছবি: কবির হোসেন
আরও পড়ুন