রুনা খান এবার কেন কালো গাউন বেছে নিলেন?

প্রতিবছরই মেরিল-প্রথম আলো পুরস্কার অনুষ্ঠানের জন্য বিশেষভাবে পোশাক তৈরি করেন অনেক তারকা। এ বছরও যেমন আলাদাভাবে পোশাক তৈরি করেছেন অভিনেত্রী রুনা খান। নকশা টিম এই অভিনেত্রীর সঙ্গে ঘুরে ঘুরে তাঁর সাজপোশাকের পেছনের ভিডিও তৈরি করেছে

রুনা খান বেছে নিয়েছিলেন কালো গাউন
ছবি: কবির হোসেন

ঢাকার বাইরে একটানা ১৫ দিন শুটিং শেষ করে ফিরেছিলেন। পরদিনই আমাদের সময় দিলেন অভিনেত্রী রুনা খান। দেখা হতেই জানালেন, শুটের কারণে পানিতে কাটাতে হয়েছে বেশ অনেকখানি সময়। এই কারণে ত্বক পুড়ে শেষ, রুক্ষও হয়ে গেছে। তাই পোশাক বাছাই করা হয়েছে বেশ বুঝে-শুনে। অভিনেত্রীর সঙ্গে দেখা করার মূল কারণ ছিল, মেরিল-প্রথম আলো অনুষ্ঠানে তিনি কী পরবেন, সেই বিষয়ে জানা। এ বছর মেরিলের জন্য তিনি বেছে নিয়েছেন মেহের বাই সামিনা সারার পোশাক।

একই চেহারার মানুষকে পুরোপুরি আলাদা একটা লুক এনে দিতে পারে ভিন্ন নকশার পোশাক। মেরিল-প্রথম আলো অনুষ্ঠানে অভিনেত্রী রুনা খান সব সময় শাড়িকেই প্রাধান্য দিয়েছেন। গত বছরও সাদা রঙের জামদানিতে সেজে এসেছিলেন। এ বছর বেছে নিয়েছেন কালো রঙের গাউন। গত বছরের সঙ্গে এ বছরের পোশাকের গঠন এবং রং ছিল একেবারেই আলাদা। যদিও ডিজাইনার সামিনা সারা বলেছিলেন ছাই রঙের গাউন বেছে নেওয়ার জন্য। তবে সন্ধ্যার অনুষ্ঠান দেখে অভিনেত্রী হাত বাড়ালেন কালো রঙের দিকেই। যেকোনো অনুষ্ঠানের জন্যই রুনা খানের প্রথম পছন্দ শাড়ি। তাহলে গাউন কেন বেছে নিলেন? উত্তরে বলেন, ‘আনুষ্ঠানিকতার ওপর নির্ভর করে যে মানুষ কোন পোশাকটা পরবে। পোশাকের ক্ষেত্রে আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্ব পায় আরামবোধ। তারপর দেখতে কেমন দেখাচ্ছে, সেটাও একটা বিষয়। তবে সবকিছুর ওপরে আসলে নিজের স্বচ্ছন্দ এবং ভালো লাগাকে প্রাধান্য দিতে চাই। পাশাপাশি ত্বক যেহেতু কিছুটা রুক্ষ ছিল, চেয়েছিলাম পোশাকে যেন ত্বকের অনেকটাই ঢাকা থাকে।’

আরও পড়ুন

কালো গাউনটি বডি হাগিং প্যাটার্নে বানানো। ২৫ দিন সময় লেগেছে পুরো গাউনটি তৈরি করতে। মুক্তা, বিডস ও পাথরের কাজ নজর কেড়েছে। গাউনের হাতাটি বেলবটম স্টাইলের ছিল। হাতের কালো ব্যাগের কাজটিও করা হয়েছে গাউনের সঙ্গে মিলিয়ে। মেকআপ করেছেন রূপবিশেষজ্ঞ আফরোজা পারভীনের কাছ থেকে। চুলটা খোলাই রেখেছিলেন।

আরও পড়ুন