বাবর আলী বললেন, এমন কঠিন পরীক্ষা আগে আমাকে দিতে হয়নি

বাবর আলীছবি: সংগৃহীত

অন্নপূর্ণা অভিযান শেষে গতকাল মঙ্গলবার (১৫ এপ্রিল) দেশে ফিরেছেন বাবর আলী। সফল অভিযান শেষে তাঁর ফেরা উপলক্ষেই আজ সংবাদ সম্মেলনের আয়োজন করেছিল বাবরের ক্লাব ‘ভার্টিক্যাল ড্রিমার্স’। চট্টগ্রাম আলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তনের এই আয়োজনে জাতীয় পতাকা প্রত্যর্পণ পর্বও ছিল।

৭ এপ্রিল প্রথম বাংলাদেশি হিসেবে অন্নপূর্ণা-১ (৮০৯১ মিটার) পর্বতশৃঙ্গ জয় করেন বাবর আলী। তাঁর লক্ষ্য, বিশ্বের ৮ হাজার মিটার কিংবা ততোধিক উচ্চতার ১৪টি পর্বতের সব কটিতেই আরোহণ করা। এই লক্ষ্যেই গত বছর মাউন্ট এভারেস্ট ও লোৎসে জয়ের ধারাবাহিকতায় এবার করলেন অন্নপূর্ণা অভিযান।

দেশ থেকে অভিযানে যাওয়ার আগে বাবরের হাতে বাংলাদেশের জাতীয় পতাকা তুলে দেওয়া হয়েছিল
ছবি: সংগৃহীত

সংবাদ সম্মেলনে বাবর বলেন, ‘অন্নপূর্ণা–১ দশম সর্বোচ্চ পর্বত হলেও টেকনিক্যালি দুনিয়ার অন্যতম কঠিন শৃঙ্গ হিসেবে বিবেচিত। এমন একটা পর্বত এত কম সময়ের মধ্যে আরোহণ করতে পারাটা নিঃসন্দেহে আমার আত্মবিশ্বাস বহুগুণে বাড়িয়ে দেবে।’

অভিযান সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বাবর আরও বলেন, ‘সবচেয়ে কঠিন অংশ ছিল নিঃসন্দেহে ক্যাম্প-২ থেকে ক্যাম্প-৩–এর পথ। এই পথের খাড়া ঢাল বেয়ে সব সময় তুষারধস, পাথর খসে পড়া চলতেই থাকে। এসব অতি সাবধানে এড়িয়ে পর্বতারোহীদের আরোহণ করতে হয়। এ ছাড়া সামিট পুশ (সর্বশেষ ক্যাম্প থেকে চূড়ার পানে যাত্রা) আমাদের কঠিন পরীক্ষা নিয়েছে।’

বাবর আরও বলেন, ‘৬ হাজার ৪০০ মিটার উচ্চতায় অবস্থিত ৩ নম্বর ক্যাম্প থেকে প্রায় ১ হাজার ৭০০ মিটার একটানা আরোহণ করে চূড়ায় পৌঁছাতে হয়েছে। এতে সময় লেগেছে প্রায় সাড়ে ১৭ ঘণ্টা। আর ফিরতি পথে সময় লেগেছে আরও ৯ ঘণ্টা। সাড়ে ২৬ ঘণ্টার এই সামিট পুশ শরীরের শেষ শক্তিটুকুরও পরীক্ষা নিয়েছে। জীবনে পর্বতারোহণসহ ছোট-বড় নানা অ্যাডভেঞ্চার করেছি। তবে অন্নপূর্ণা-১ পর্বতের মতো কঠিন পরীক্ষা আগে আমাকে দিতে হয়নি।’

আরও পড়ুন

খাড়া ঢাল, অপ্রত্যাশিত আবহাওয়া ও তুষারধসপ্রবণতার জন্য বিখ্যাত অন্নপূর্ণা পর্বত। বাবর পুরো অভিযানে এসব কীভাবে সামাল দিয়েছেন, তা ব্যাখ্যা করেন ক্লাবের সভাপতি এবং অভিযানের ব্যবস্থাপক ফরহান জামান, ‘বাবর তিনটি আট হাজার মিটার উচ্চতার পর্বত যেভাবে সামলেছে, বিশেষত অন্নপূর্ণা, এতে আমরা আশাবাদী যে পৃষ্ঠপোষকতা পেলে সে শিগগিরই সব কটি আট হাজার মিটার শৃঙ্গেই হাসিমুখে দাঁড়াতে পারবে।’

দেশ থেকে অভিযানে যাওয়ার আগে বাবরের হাতে বাংলাদেশের জাতীয় পতাকা তুলে দেওয়া হয়েছিল। সংবাদ সম্মেলনে বাবর আলী তা ক্লাব কর্মকর্তাদের হাতে প্রত্যর্পণ করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাবরের এই অভিযানের পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ভিজ্যুয়াল নিটওয়্যারস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ নুর ফয়সাল ও চট্টগ্রাম আলিয়ঁস ফ্রঁসেজের পরিচালক ব্রুনো লাক্রামপ।

আরও পড়ুন