শ্রীমঙ্গলের এই ৯ রিসোর্টে সুইমিংপুল আছে

দেশজুড়ে তীব্র তাপপ্রবাহ চলছে। গ্রীষ্মের এই অসহ্য গরম থেকে স্বস্তির সুবাতাস মিলছে না যেন কোথাও। তারপরও সিলেট অঞ্চলে, বিশেষ করে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তাপমাত্রা অপেক্ষাকৃত কম। এখানে সারা বছরই দেশ-বিদেশের পর্যটকের আনাগোনা থাকে। ভ্রমণপিপাসুদের থাকার জন্য উপজেলাজুড়ে গড়ে উঠেছে ছোট-বড় শ খানেক হোটেল ও রিসোর্ট। গরমে এসব হোটেল-রিসোর্টে আসা পর্যটকদের অনেকেরই চাহিদা থাকে সুইমিংপুলের। অতিথিদের চাহিদার চিন্তা করে সুইমিংপুল বানিয়েও রেখেছে অনেক হোটেল-রিসোর্ট। তেমনই কয়েকটির খোঁজ

গ্র্যান্ড সুলতান টি রিসোর্টের সুইমিংপুলছবি: সংগৃহীত

গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গলফ

শ্রীমঙ্গল শহর থেকে একটু দূরে সবুজে ঘেরা লাউয়াছড়া জাতীয় উদ্যানের কাছাকাছি জায়গায় গড়ে উঠেছে সিলেট বিভাগের প্রথম পাঁচ তারকা হোটেল গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গলফ। এই রিসোর্টে নানা সুবিধার সঙ্গে আছে সুইমিংপুল। রিসোর্টের অতিথিরাই শুধু এখানে সাঁতার কাটতে পারেন।

লেমন গার্ডেন রিসোর্ট

শ্রীমঙ্গলের ডলুবাড়ি এলাকায় প্রাকৃতিক পরিবেশে গড়ে উঠেছে লেমন গার্ডেন রিসোর্ট। এই রিসোর্টের সুইমিংপুল তুলনামূলক বড়। এখানে রুম বুকিং দেওয়া অতিথিদের পাশাপাশি ফি প্রদান করে অন্যরাও সাঁতার কাটতে পারবেন। আবার ৯৫০ টাকায় ১ ঘণ্টা সাঁতার কাটাসহ দিনব্যাপী থাকা-খাওয়ার প্যাকেজও দিচ্ছে।

টি রিসোর্ট অ্যান্ড মিউজিয়াম

বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউটের তত্ত্বাবধানে পরিচালিত হয় টি রিসোর্ট অ্যান্ড মিউজিয়াম। রিসোর্টে সুইমিংপুল রয়েছে। শ্রীমঙ্গল শহর থেকে প্রায় দুই কিলোমিটার দূরে ব্রিটিশ কারিগর নামক স্থানে এই রিসোর্টের অবস্থান। রিসোর্টের দুই ও তিন রুমের বাংলো, ডিলাক্স ও টুইন রুমে অতিথি হলেই মিলবে সাঁতার কাটার সুযোগ।

আরও পড়ুন
টি হ্যাভেন রিসোর্টের সুইমিংপুল
ছবি: সংগৃহীত

টি হ্যাভেন রিসোর্ট

শ্রীমঙ্গল শহরের হবিগঞ্জ সড়কের পাশে উত্তরসুর এলাকায় টি হ্যাভেন রিসোর্টটি গড়ে উঠেছে। রুম গেস্ট ছাড়াও টিকিটের বিনিময়ে অন্যরা ব্যবহার করতে পারেন এই রিসোর্টের পুল।

গ্র্যান্ড সেলিম রিসোর্ট

শ্রীমঙ্গলের অন্যতম পর্যটন গ্রাম রামনগর মণিপুরি পাড়া। এই গ্রামে সুন্দর পরিবেশে গড়ে তোলা হয়েছে রিসোর্টটি। চা–বাগানের কাছাকাছি এই রিসোর্টে রয়েছে সুইমিং পুল। রুম গেস্ট ছাড়াও অন্যরা চাইলে এখানে টিকিটের বিনিময়ে সুইমিং করতে পারেন।

ডি’মোর শ্রীমঙ্গল হোটেল অ্যান্ড রিসোর্ট

শ্রীমঙ্গলের রাধানগর এলাকার এসকেডি আমার বাড়ি রিসোর্টটির বর্তমান নাম ডি’মোর হোটেল অ্যান্ড রিসোর্ট। এই রিসোর্টে রুম বুকিং দিলেই এক ঘণ্টা সুইমিংয়ের সুযোগ মেলে।

নভেম ইকো রিসোর্টের সুইমিংপুল
টি হ্যাভেন রিসোর্ট

নভেম ইকো রিসোর্ট

প্রাকৃতিক পরিবেশে গড়ে তোলা হয়েছে নভেম ইকো রিসোর্ট। এটি শ্রীমঙ্গলের বিশামনি এলাকায় অবস্থিত। এখানে রুম বুকিং দেওয়া পর্যটকেরা সুইমিং করতে পারেন।

প্যারাগন হোটেল অ্যান্ড রিসোর্ট

শ্রীমঙ্গলের রাধানগর এলাকায় সম্প্রতি গড়ে উঠেছে প্যারাগন হোটেল অ্যান্ড রিসোর্ট। এখানে রুম গেস্টদের জন্য রয়েছে সুইমিংপুল।

ওয়াটার লিলি রিসোর্ট

শ্রীমঙ্গলের উত্তরসুর এলাকায় ওয়াটার লিলি রিসোর্টের অবস্থান। রিসোর্টে একটিই বড়সড় সুইমিংপুল। রুম গেস্ট ছাড়াও নির্দিষ্ট ফি প্রদান করে এখানে সাঁতার কাটার সুযোগ আছে।