চাকরির পাশাপাশি বিসিএসের প্রস্তুতি

‘জানতে চাই’ বিভাগে শিক্ষা, দক্ষতা, পেশাবিষয়ক নানা প্রশ্ন করতে পারেন পাঠকেরা। বাছাই করা প্রশ্নের উত্তর দেবেন বিশেষজ্ঞরা। প্রশ্ন পাঠানোর ঠিকানা: swapno@prothomalo.com

বিসিএস
প্রশ্ন:

আমি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করি। ছোটবেলা থেকে আমার ইচ্ছা সরকারি চাকরি করব। কিছুটা প্রস্তুতিও আছে। কিন্তু আর্থিক কারণে বেসরকারি চাকরিটি ছাড়া আমার পক্ষে সম্ভব না। আমার প্রশ্ন, কীভাবে আমি বেসরকারি চাকরির পাশাপাশিই কার্যকরভাবে বিসিএস ও অন্যান্য সরকারি চাকরির প্রস্তুতি নিতে পারি?

নাম প্রকাশে অনিচ্ছুক

অনেকে ভাবেন, বিসিএস বা অন্যান্য সরকারি চাকরির পরীক্ষায় টিকতে হলে অন্য সব বাদ দিয়ে কেবল প্রস্তুতির দিকেই মনোযোগ দিতে হয়। আদতে সেটা ঠিক নয়। গত কয়েক বছরে যাঁরা বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন লক্ষ করলে দেখবেন, তাঁদের একটা বড় অংশই অন্য কোনো চাকরিতে যুক্ত ছিলেন। সরকারি চাকরির পরীক্ষাগুলোর একটা ধরন বা 'প্যাটার্ন' থাকে। গত ৫ বছরের প্রশ্নগুলো দেখলেই এই ধরন সম্পর্কে আপনার জানা হয়ে যাবে। এরপর আপনি যদি প্রতিদিন প্রস্তুতির জন্য ১ ঘণ্টা সময় বের করে নিতে পারেন, আমার মনে হয় সেটাই যথেষ্ট। আপনার যে বিষয়গুলোতে দুর্বলতা আছে, হতে পারে গণিত বা ইংরেজি, সেই বিষয়গুলোর প্রস্তুতিতে জোর দিন। ৬ মাসে যদি ৩০০ ঘণ্টা পড়ার পেছনে ব্যয় করতে পারেন, নিশ্চয়ই আপনার প্রস্তুতি ভালো হবে।

উত্তর দিয়েছেন: গোলাম মোস্তফা

সহকারী কমিশনার (ভূমি), ৩৫তম বিসিএসে উত্তীর্ণ