যত্নআত্তি
সাইকেলের যত্নআত্তি
যাত্রাপথে সাইকেল যেমন আপনাকে সেবা দেয়, বাড়ি ফিরে প্রিয় বাহনটিরও তো তেমনি খানিকটা ‘সেবা’ প্রাপ্য। কীভাবে সাইকেলের যত্ন নেবেন?
করোনা মহামারি শুরু হওয়ার পর থেকে বাইসাইকেল ব্যবহারের পরিমাণ আগের চেয়ে বেড়েছে। সামাজিক দূরত্ব নিশ্চিত করে যানজট এড়িয়ে নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছাতে অনেকেরই পছন্দের বাহন সাইকেল। যাত্রাপথে সাইকেল যেমন আপনাকে সেবা দেয়, বাড়ি ফিরে প্রিয় বাহনটিরও তো তেমনি খানিকটা ‘সেবা’ প্রাপ্য। কীভাবে সাইকেলের যত্ন নেবেন? কয়েকজন সাইক্লিস্টের সঙ্গে কথা বলে, আর বাইকসিটিজেনস ডটনেট ওয়েবসাইট থেকে পাওয়া গেল এই পরামর্শগুলো:
প্রতি সপ্তাহে অন্তত একবার সাবানপানি অথবা ডিটারজেন্ট মেশানো পানি দিয়ে সাইকেলের ফ্রেম পরিষ্কার করুন।
বৃষ্টিতে সাইকেল ভিজে গেলে বাসায় ফিরেই সাইকেল ভালোভাবে মুছে পরিষ্কার করতে হবে। বিশেষ করে চেইনের অংশটুকু পরিষ্কার রাখা জরুরি। কাদাপানি লেগে থাকলে মরিচা পড়ে যাওয়ার আশঙ্কা থাকে।
চেইন পরিষ্কার করার জন্য ব্রাশ অথবা পাতলা কাপড় ব্যবহার করা যেতে পারে। পরিষ্কার শেষে চেইনে সেলাই মেশিনের তেল ব্যবহার করুন। এতে করে চেইনের ঘূর্ণন মসৃণ হবে।
সাইকেল চালানোর সময় কোনো ধরনের বাড়তি আওয়াজ পেলে কিংবা সাইকেল চালাতে বাড়তি শক্তির প্রয়োজন হলে পুরো সাইকেল পরীক্ষা করুন। বড় সমস্যা দেখা দিলে সাইকেল মেরামতের দোকানে নিতে পারেন।
দুই চাকায় নিয়মিত হাওয়া দিতে হবে। এ ক্ষেত্রে বাড়িতে হাওয়া দেওয়ার যন্ত্র রাখতে পারেন। অল্প হাওয়াতে সাইকেল চালাতে একদিকে যেমন অতিরিক্ত শারীরিক শক্তির প্রয়োজন হয়, অন্যদিকে সাইকেলের চাকার ওপরও বাড়তি চাপ পড়ে।
সাইকেল চালানোর সময় যথাসম্ভব সমতল রাস্তায় চালানোর চেষ্টা করুন। উঁচু–নিচু রাস্তায় চলাচল সাইকেলের জন্য ক্ষতিকর।
সাইকেল মেরামতের ছোটখাটো সরঞ্জাম, তেল ইত্যাদি নিজের সংগ্রহে রাখুন। যেন ছোটখাটো যেকোনো সমস্যার সমাধান বাড়িতেই করে ফেলতে পারেন। এ ছাড়া সম্ভব হলে প্রতি মাসে একবার সারাইখানায় নিয়ে সার্ভিসিং করা যেতে পারে।