স্যানিটারি ন্যাপকিন পৌঁছে দিচ্ছে প্রীতিলতা

কারও ডাকের অপেক্ষা তাঁরা করেননি। চট্টগ্রাম, সিলেটসহ দেশের কয়েকটি অঞ্চলে হঠাৎ যখন বন্যা হানা দিল, তখন ক্যাম্পাসভিত্তিক বিভিন্ন সংগঠন বন্যার্তদের সেবায় এগিয়ে এসেছে নিজেদের মতো করে। নানা কার্যক্রমের মধ্য দিয়ে তহবিল গঠন করেছেন তাঁরা, সংগ্রহ করেছেন ত্রাণ। পড়ুন তেমনই একটি সংগঠনের উদ্যোগের কথা।

এখন পর্যন্ত প্রায় ৩০০ নারীর হাতে স্যানিটারি ন্যাপকিন পৌঁছে দিয়েছেন তাঁরা।
ছবি: সংগৃহীত

বন্যা পরিস্থিতির অবনতির ফলে সিলেটের প্রায় আড়াই লাখ মানুষের ঠাঁই হয়েছে আশ্রয়কেন্দ্রে। স্বাভাবিক সময়ও যেখানে নারীদের মাসিক ব্যবস্থাপনা নিয়ে নানা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়, সেখানে এই দুর্যোগে বিষয়টি যেন আরও গুরুত্ব হারিয়েছে। তিন বেলা খাবার জোটানোই যেখানে কষ্টসাধ্য, সেখানে স্যানিটারি ন্যাপকিন মিলবে কী করে?

আরও পড়ুন

বিষয়টি উপলব্ধি করে স্যানিটারি ন্যাপকিন বিতরণের উদ্যোগ নেয় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম প্রীতিলতা। মাসিক–স্বাস্থ্য ও সচেতনতা নিয়ে কাজ করে তারা। বন্যার্ত নারীদের জন্য খাবারের পাশাপাশি মাসিক ব্যবস্থাপনাও যে গুরুত্বপূর্ণ, বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরেন প্রীতিলতার সদস্যরা। সংগৃহীত তহবিল থেকে এখন পর্যন্ত প্রায় ৩০০ নারীর হাতে স্যানিটারি ন্যাপকিন পৌঁছে দিয়েছেন তাঁরা।

প্রীতিলতার অন্যতম প্রতিষ্ঠাতা এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষার্থী মাহবুব আহমদ চৌধুরী বলছিলেন, ‘আমরা মূলত দুটি উদ্দেশ্য নিয়ে কাজ শুরু করি। প্রথম ও প্রধান উদ্দেশ্য হলো এই দুর্যোগে স্যানিটারি ন্যাপকিন সরবরাহ করে নারীদের কষ্ট লাঘবে সাহায্য করা। দ্বিতীয়ত, ত্রাণ বিতরণকারী সংস্থাগুলোকে খাবারের পাশাপাশি স্যানিটারি ন্যাপকিন সরবরাহের বার্তা দেওয়া। আমরা তহবিল সংগ্রহের কাজ চালিয়ে যাচ্ছি। শুধু সিলেট-সুনামগঞ্জ নয়, বরং কুড়িগ্রাম-রংপুরের মতো বন্যাক্রান্ত এলাকায়ও আমাদের কার্যক্রম সম্প্রসারিত করতে চাই।’