নতুন নাগরিক প্রণোদনা আসছে শিগগিরই

অর্থনৈতিকভাবে বিপর্যস্ত আমেরিকার নাগরিকদের জন্য ফেডারেল সহযোগিতা প্যাকেজ শিগগিরই পাশ হবে বলে আশা করা যাচ্ছে। অনেক দিন বন্ধের পর আগামী সপ্তাহে কংগ্রেসের কার্যক্রম চালু হবে। আশা করা যাচ্ছে, সিনেটের সংখ্যাগরিষ্ঠ নেতা মিচ ম্যাককনেল শিগগিরই সিনেটে খসড়া উদ্দীপক আইন উপস্থাপন করবে। ইতিমধ্যে রিপাবলিকান দলের নেতারা এবং হোয়াইট হাউস মিলে উদ্দীপক প্রস্তাবের খসড়া তৈরি করেছেন বলে জানা যায়।

ফোর্বস অনলাইনের এক প্রতিবেদনে বলা হয়েছে, দ্বিতীয় দফায় উদ্দীপনা চেকের জন্য ডেমোক্র্যাট, রিপাবলিকান এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থন

রয়েছে। তবে পরিমাণ ও যোগ্যতার মানদণ্ড নির্ধারণ করা হয়নি। নতুন প্রস্তাবে এককালীন ১ হাজার ২০০ ডলার বা মাসিক ২ হাজার ডলার অন্তর্ভুক্ত থাকতে পারে। তবে ম্যাককনেল সাংবাদিকদের বলেন, দ্বিতীয় উদ্দীপনা চেক হলে এটি একবারই দেওয়া হতে পারে এবং যারা বছরে ৪০ হাজার ডলার বা তার কম আয় করবে, তারাই দ্বিতীয় দফায় উদ্দীপনা চেক পেতে পারে।

এদিকে আগামী ৩১ জুলাই ফেডারেল সরকারের সাপ্তাহিক বেকারত্ব সুবিধার ৬০০ ডলার অর্থ সহায়তা শেষ হতে যাচ্ছে। তাই বেশির ভাগ ডেমোক্র্যাট নেতা বেকারত্বের সুবিধা আরও বাড়িয়ে দিতে চাইছেন। তবে অনেক রিপাবলিকান নেতারা চাইছেন, বেকার ভাতার সুবিধা না দিয়ে কাজে ফেরার জন্য প্রতি সপ্তাহে বোনাস দেওয়া হোক।

দ্বিতীয় দফায় উদ্দীপনা চেকের জন্য সিনেট রিপাবলিকানরা প্রায় ১.৩ ট্রিলিয়ন ডলার বাজেটের পরিকল্পনা করছেন। কিন্তু এই সংখ্যাটি সম্ভবত পরিবর্তিত হয়ে চূড়ান্ত উদ্দীপনা প্যাকেজটি ১.৫ ট্রিলিয়ন থেকে ২ ট্রিলিয়ন ডলার পর্যন্ত হতে পারে বলে ধারনা করা হচ্ছে।

এদিকে ৭ আগস্ট তেকে গ্রীষ্মকালীন ছুটির জন্য কংগ্রেস বন্ধ হবে। তাই এই মাসের শেষের দিকে বা আগস্টের শুরুতে নতুন উদ্দীপনা চূড়ান্ত হওয়ার সম্ভাবনা খুব বেশি।