ছায়া থেকে দারুণ কিছু!

তুমি হয়তো পড়ার টেবিলে বসেছ। জানালা দিয়ে ঢুকে পড়েছে এক ফালি রোদ। টেবিলের ওপরে পড়ার বইগুলোর ছায়া কি একটা সিঁড়ির মতো দেখাচ্ছে? পেনসিলের ছায়া একটা অদ্ভুত এলিয়েন, কিংবা জানালার গ্রিলের ছায়া একটা খাঁচার মতো? খাঁচার ভেতর একটা মন খারাপ করে বসে থাকা টিয়া পাখি এঁকে ফেলছ না কেন! ছায়া-এলিয়েনটার মুখে ফিচেল হাসি আঁকতে পারো। আর ছায়ার সিঁড়ি বেয়ে চুপিচুপি একটা চোর নেমে আসছে, এমন একটা ছবিও তো হতেই পারে!

বেলজিয়ান শিল্পী ভিনসেন্ট বলের আঁকা এই ছায়াচিত্রগুলো দেখো। কী সুন্দর! ভিনসেন্ট বলেন, ‘যেকোনো ছায়াতেই আমি কোনো না কোনো ছবি দেখতে পাই।’

সূত্র: বোরডপাণ্ডা