পিচ্চি

আমরা হলাম এ যুগের পিচ্চি।

ফ্ল্যাটবাড়ির ছাদকে

মাঠ বানিয়ে নিচ্ছি।

চিনি না তো ঘুড়ি-লাটাই

টিভি দেখে সময় কাটাই।

জন্মদিনে পাই উপহার

বন্ধুকেও দিচ্ছি!

সপ্তম শ্রেণী, উলিপুর এম এস স্কুল