প্রেমের পরে প্রেম

সময় আসবে একদিন

যখন, উৎসাহভরে

স্বাগত জানাবে তুমি নিজেকেই

তোমার দুয়ারে এসে, তোমার নিজের আয়নায়

দুজনেই মৃদু হাসবে দুজনার স্বাগতবার্তায়,

বলো, বসো। খেয়ে যাও।

আগন্তুক—যে ছিল তোমারই সত্তা—

                        তাকে ভালোবাসবে আবার।

দাও সুরা। দাও রুটি। দাও ফের তোমার হৃদয়

তাকে, যে আগন্তুক ভালোবাসা দিয়েছে তোমাকে

সমস্ত জীবনভর, যে তোমাকে সবচেয়ে বোঝে,

অন্যদের বিনিময়ে উপেক্ষা করেছ তুমি যাকে।

তাক থেকে বের করো প্রেমপত্র,

ফটোগ্রাফ, মরিয়া চিরকুট,

আয়না থেকে ছিঁড়ে আনো নিজের প্রতিমা।

বসো। নিজের জীবন তুমি আস্বাদন করো।