সেলুন

ব্রোঞ্জের ঘোড়া
তোমাকে দেখি
আস্তাবলে—কার জন্য
কাঁদো! তোমার সহিস
নেই গো, এপ্রিলে;
পিস্তল হাতে, মার্বেল
কুড়ায় সবাই
তারপর রাতভর ঝুম
বৃষ্টি, গুমখুন! কেউ সুর
করে গান গায়। কেউ
নাচে, নায়িকার কোমরে
তার হত্যাকারী
যদিও। আজ ইয়েলোক্যাব
ধরে বনভোজনে
যাও। আর ছাড়ো রেডিও
ফুল ভলিউমে।