চার হাজার বছরের পুরোনো সমাধিতে জীবনের চিত্রকর্ম

৪ হাজার ৩০০ বছরের পুরোনো এক সমাধিতে প্রাচীন মিসরের দৈনন্দিন জীবনের চিত্রকর্ম

৪ হাজার ৩০০ বছরের পুরোনো এক সমাধিতে প্রাচীন মিসরের দৈনন্দিন জীবনের চিত্রকর্ম পাওয়া গেছে। সমাধিটির নাম মাস্তাবা। এটি মিসরের কায়রো থেকে ২৫ মাইল দক্ষিণে দাহশুরের পিরামিড নেক্রোপলিসে অবস্থিত।

সম্প্রতি মিসরীয়-জার্মান প্রত্নতাত্ত্বিকেরা একটি খননকাজের সময় এই চিত্রকর্মগুলো খুঁজে পান।

২৬ ফুট বাই ৩৯ ফুটের সমাধিক্ষেত্রটিতে সাতটি কবরের খাদ পাওয়া গেছে। একই সঙ্গে সিরামিকের বাটি ও দাফনের সময়ে ব্যবহৃত জিনিসপত্রের আরেকটি খাদও পাওয়া গেছে। একটি বিশাল চুনাপাথরের শিলালিপি দেখে প্রত্নতাত্ত্বিকেরা অনুমান করছেন, সমাধিটি সেনেব নেফেব নামের এক ব্যক্তির ছিল।

প্রত্নতাত্ত্বিকেরা বলছেন, সমাধিক্ষেত্রের ভেতরে পাওয়া শিলালিপি, ছবি ও সিরামিক দেখে বোঝা যায়, এটি ২ হাজার ৩০০ খ্রিষ্টপূর্বাব্দের সমাধি।

এই প্রত্নতাত্ত্বিক নিদর্শন খননের নেতৃত্ব দিয়েছেন জার্মান আর্কিওলজিক্যাল ইনস্টিটিউটের সাবেক পরিচালক স্টেফান সিডলমায়ার। তিনি বলেন, সেখানে অনেক রঙিন চিত্রকর্ম পাওয়া গেছে, যা প্রাচীন মিসরের দৈনন্দিন জীবনকে তুলে ধরে। যেমন শস্য মাড়াইয়ের ওপর গাধা, নীল নদের ওপর জাহাজ, একটি বাজার, চাকর-বাকর পরিবেষ্টিত মালিক ও স্ত্রী ইত্যাদি।

সূত্র: সিএনএন