বইটি লেখক-সম্পাদক আবুল হাসনাতের অগ্রন্থিত প্রবন্ধ সংকলন। ১৫টি প্রবন্ধ এবং গ্রন্থ-সমালোচনা—এই দুই অংশ মিলিয়ে তৈরি হয়েছে বইটি। কালি ও কলম সম্পাদক আবুল হাসনাতের এই বইয়ের প্রবন্ধ অংশে বিদ্যাসাগর, জীবনানন্দ দাশ, বিষ্ণু দে, শামসুর রাহমান, আনিসুজ্জামান, মুর্তজা বশীরকে নিয়ে যে প্রবন্ধাবলি রয়েছে, তাতে মূর্ত হয়েছে বাঙালি ও বাংলা সাহিত্য নিয়ে তাঁর ভাবনার স্বরূপ। আর পাবলো নেরুদা ও ফয়েজ আহমদ ফয়েজকে নিয়ে লেখা প্রবন্ধ দুটিতে ফুটে উঠেছে তাঁর আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি। বইটি আবুল হাসনাতকে বুঝতে সাহায্য করবে।

বিদ্যাসাগর, জীবনানন্দ, নেরুদা ও অন্যান্য

আবুল হাসনাত

প্রকাশক: জার্নিম্যান বুকস, ঢাকা

প্রকাশকাল: ফেব্রুয়ারি ২০২৩

দাম: ৫৬০ টাকা।

ব্রাদার সিস্টার কাজি মাও সে তুং শিরোনামের গল্পবইয়ে স্থান পেয়েছে সাতটি গল্প। এই গল্পগুলো নানা মানুষের, নানা রকমের। সেই মানুষগুলো কখনো খালিশপুরের দুই বোন, যাদের একজন বোবা, অন্যজন চিংড়ি—ঘেরবিরোধী গুলি খেয়ে চোখ হারিয়েছে। মানুষের কাছে তার পরিচয় ‘কানী’। আবার অন্য গল্পে দেখা যায়, তৃতীয় লিঙ্গের নার্স কাজি মাও সে তুংকে, সে যেন একই দেহে ‘ব্রাদার’ ও ‘সিস্টার’। পুরুষদেহে নারীমনের মানুষটি ভাবে, মেয়েদের পোশাক ও প্রসাধনী ব্যবহারের সাহসও কম বিপ্লব নয়। এমন বিচিত্র সব গল্পে অনন্য হয়ে উঠেছে এ বই।

ব্রাদার সিস্টার কাজি মাও সে তুং

অদিতি ফাল্গুনী

প্রকাশক: ঐতিহ্য, ঢাকা

প্রকাশকাল: ফেব্রুয়ারি ২০২৩

দাম: ২৫০ টাকা।